Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হবে সুপার সাইক্লোন, কালীপুজোয় প্রলয়ের আশঙ্কা আবহাওয়াবিদদের

বর্ষা বিদায় নেবার প্রক্রিয়ার মধ্যে এবারে বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন সৃষ্টি হওয়ার সম্ভাবনা। কালী পূজার সময় বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি সুপার সাইক্লোন। আবহবিদদের কথা অনুযায়ী, এই সাইক্লোনের হাওয়ার গতিবেগ হতে…

Avatar

বর্ষা বিদায় নেবার প্রক্রিয়ার মধ্যে এবারে বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন সৃষ্টি হওয়ার সম্ভাবনা। কালী পূজার সময় বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি সুপার সাইক্লোন। আবহবিদদের কথা অনুযায়ী, এই সাইক্লোনের হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ২০০ কিলোমিটার। যদি এই ঘূর্ণিঝড় সত্যিকারে তৈরি হয় তাহলে তার নাম দেওয়া হবে ‘সিত্রাং’।

আবহাওয়া পূর্বাভাসের একটি মডেল অনুযায়ী, অক্টোবর মাসের দ্বিতীয় ভাগে বর্ষা বিদায়ের পর বঙ্গোপসাগরে একসাথে দুটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে এবং তারই মধ্যে একটি নিম্নচাপ সুপার সাইক্লোনে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১৭ থেকে ১৮ অক্টোবরের মধ্যে আন্দামান সাগরে তৈরি হতে পারে এই নিম্নচাপ। ১৯ অক্টোবরের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। ক্রমশ শক্তি সঞ্চয় করে সেটি উপকূলের দিকে এগোতে থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হবে সুপার সাইক্লোন, কালীপুজোয় প্রলয়ের আশঙ্কা আবহাওয়াবিদদের

এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় ১৫০ থেকে ২০০ কিলোমিটার। অনেকের আশঙ্কা সর্বোচ্চ গতিবেগ ২৫০ কিলোমিটারে পৌঁছাতে পারে। এই ঘূর্ণিঝড় ২৪ বা ২৫ অক্টোবর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় পৌঁছবে। অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের মধ্যে থাকা যে কোন পূর্ব উপকূলীয় এলাকায় এই ঘূর্ণিঝড় আঘাত করতে পারে। তবে, পশ্চিমবঙ্গে আঘাত হানার সম্ভাবনা একটু বেশি।

তবে যেখানেই এই ঘূর্ণিঝড় আঘাত হানুক না কেন, উপকূল এবং লাগোয়া বিস্তীর্ণ এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের কারণে উপকূলে ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। মধ্যমেয়াদী এই পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের গতিপথ এখনো পর্যন্ত নির্দিষ্ট নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে, কালী পুজোর আগে যে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের জন্য অশনি সংকেত বয়ে নিয়ে আসবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

About Author