ঘূর্ণিঝড় আমফান ইতিমধ্যে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। এর পর থেকেই ক্রমাগত শক্তি বাড়িয়ে চলেছে এই ঘূর্ণিঝড়টি। যার ফলে এই ঝড় সাইক্লোন ক্যাটাগরি ৫-এর রূপ ধারণ করেছে। সাইক্লোনের এই ক্যাটাগরির ধ্বংসাত্মক ক্ষমতা মারাত্মক। ফলে সুপার সাইক্লোন আমফান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর আছড়ে পড়তে চলেছে। যা তছনছ করে দিতে পারে অন্যতম জনবহুল এই দুটি এলাকার পরিস্থিতি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ক্যাটাগরি ৫-এর সাইক্লোনটি হল এমন একটি সাইক্লোন যা ঘন্টায় ২৫২ কিমি বেগে আছড়ে পড়তে পারে। অর্থাৎ মাত্র ১ মিনিটে ১০ মিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড়। এই সাইক্লোনের অন্য একটি ভয়ঙ্কর রূপ হল, এই ঝড়ের হাওয়া ঝাঁকে ঝাঁকে ক্রমশ আছড়ে পড়তে থাকে মাটিতে। মাটিতে আছড়ে পড়ার সময় বায়ুর গতিবেগ থাকে ঘন্টায় প্রায় ২৮০ কিমি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই সাইক্লোনের ধ্বংসাত্মক ক্ষমতা প্রবল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ক্যাটাগরি ৫ হল সাইক্লোনের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। এই ঝড়ের ভয়াবহতা বোঝাতে আবহাওয়াবিদরা আটলান্টিক মহাসাগরে সৃষ্ট টাইফুনের প্রসঙ্গ টেনে এনেছেন। জানিয়েছেন, টাইফুনের সমান ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে ভূমিভাগে আছড়ে পড়তে চলেছে।
সোমবার সন্ধ্যা নাগাদ সুপার সাইক্লোনে পরিণত হয়েছে আমফান। আগামী বুধবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আছড়ে পড়বে উপকূলের ভূমিভাগ। পশ্চিমবঙ্গের দীঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝখান দিয়ে এই ঝড় বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। যার জেরে কড়া সতর্কতা জারি করেছে প্রশাসন।