সকাল থেকেই আকাশ মেঘলা, এদিকে কিছু জেলায় বৃষ্টিও শুরু হয়েছে। ক্রমেই এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান।’ তবে এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময় শক্তি কিছুটা কমবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামীকাল এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ১৭৫ থেকে ১৮০ কিলোমিটার হতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএখন সুপার সাইক্লোন ‘আমফান’ অবস্থান করছে দিঘা থেকে ৫০০ কিলোমিটার দূরে। নবান্নের তরফে জানান হয়েছে, আগামীকাল বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে সাগরে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। সুপার সাইক্লোন ‘আমফান’-এর গতিপথ উত্তর ও উত্তর-পূর্ব দিকে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, স্থলভাগে ক্রমেই শক্তি হারাবে এই ঘূর্ণিঝড়। তবু ‘আমফান’-এর গতিবেগ থাকবে। রাজ্যের হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, কলকাতা সহ জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে।