Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সানি লিওনের নতুন রুপ! এই বলিউড অভিনেত্রীকে জুতো ছুঁড়ে মারলেন! ভাইরাল ভিডিও

সানি লিওন! বরাবরই জনপ্রিয় অভিনেত্রী তিনি। পর্নগ্রাফি থেকে বলিউডে পা রেখেছিলেন সানি। সেই জন্য অনেক কথা শুনতে হয়েছিল তাঁকে। কিন্তু সব রকম প্রতিকূলতা পার করে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন…

Avatar

সানি লিওন! বরাবরই জনপ্রিয় অভিনেত্রী তিনি। পর্নগ্রাফি থেকে বলিউডে পা রেখেছিলেন সানি। সেই জন্য অনেক কথা শুনতে হয়েছিল তাঁকে। কিন্তু সব রকম প্রতিকূলতা পার করে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তবে লোকজনের সঙ্গে মজা করতে প্রচন্ড ভালবাসেন সানি লিওন। এমনই এক ভিডিও প্রকাশ্যে এসেছে।

সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে কোন এক ছবির স্ক্রিপ্ট পড়া ও ওয়ার্কশপ চলছিল। সানিও উপস্থিত ছিলেন সেখানে। নতুন এক অভিনেত্রীকে স্ক্রিপ্ট বোঝাচ্ছিলেন এক অভিনেতা। সেই অভিনেতা ও অভিনেত্রী দুজনেই দাঁড়িয়ে অভিনয়টাও করছিলেন। সবকিছুই ঠিক চলছিল কিন্তু তখনই ঘটলো সেই মজার এবং আশ্চর্যজনক ঘটনাটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সানি হঠাৎ নিজের ব্যাগ থেকে একটা লাল জুতো বার করে ছুঁড়ে মারলেন ওই অভিনেতা-অভিনেত্রীর দিকে। প্রথমে সবাই চমকে গেলেও পরে সকলেই বুঝতে পারে যে সানি মজা করছেন। সানির এই অদ্ভুত মজা দেখে সকলে হেসে ফেলে। সানি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “মজাটা ঠিক জমলো না।”

 
View this post on Instagram
 

Prank epic FAIL !! My fake bloody hand was suppose to be scary and shocking! Didn’t end up that way at all!! @thehauterfly

A post shared by Sunny Leone (@sunnyleone) on

About Author