Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালো পোশাকে উন্মুক্ত মসৃণ পা, নেটদুনিয়ায় ঝড় তুললেন সানি লিওনি (PHOTOS)

পরিবারের আর্থিক সমস্যার কারণে একসময় পর্ণ অভিনেত্রীর পেশায় এসেছিলেন সানি লিওনি (Sunny Leone)। প্রকৃত নাম ছিল কারেনজিৎ কৌর (Karenjeet Kaur)। কিন্তু এই পেশায় এসে নাম পরিবর্তন করেন সানি। তবে পরবর্তী…

Avatar

পরিবারের আর্থিক সমস্যার কারণে একসময় পর্ণ অভিনেত্রীর পেশায় এসেছিলেন সানি লিওনি (Sunny Leone)। প্রকৃত নাম ছিল কারেনজিৎ কৌর (Karenjeet Kaur)। কিন্তু এই পেশায় এসে নাম পরিবর্তন করেন সানি। তবে পরবর্তী কালে ভারতে এসে কালার্স চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেছিলেন তিনি। মূলতঃ বিগ বসের ঘর থেকেই সানিকে ‘হেট স্টোরি 2’-তে কাস্ট করেন মহেশ ভাট (Mahesh Bhatt)। কিন্তু ঘোচেনি সানির পর্ণ তারকার তকমা।এখনও বলিউড অভিনেত্রীর পরিবর্তে তাঁর পরিচয় প্রাক্তন পর্ণ তারকা হিসাবেই। সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ সানি প্রায়ই শেয়ার করেন নিত্যনতুন ফটোশুট ও ইন্সটাগ্রাম রিল। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর নতুন ফটোশুটের ঝলক।

সানি নিজেই ইন্সটাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছিলেন এই ছবিগুলি। সানির শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে কালো রঙের কাট আউট ড্রেস। ড্রেসটি স্লিভলেস। কাট আউট ডিজাইনের কারণে দৃশ্যমান হয়েছে সানির কোমরের কিছু অংশ। এই ড্রেসের পিঠের অংশের ডিজাইনের কারণে দৃশ্যমান হয়েছে সানির পিঠের অনেকখানি অংশ। ড্রেসটি হাই-থাই স্লিটেড। ফলে উন্মুক্ত রয়েছে সানির মসৃণ পা। এই ড্রেসের সাথে সানির মেকআপ যথেষ্ট উজ্জ্বল। শিমারি আইশ‍্যাডোর ব্যবহার ও কালো আইলাইনারের টানে তাঁর দুই চোখ হয়ে উঠেছে আকর্ষক। ঠোঁট রাঙানো গ্লসি পিঙ্ক রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। চুলে বান বেঁধেছেন সানি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সানির ডান হাতে রয়েছে পোশাকের সাথে মানানসই সোনালি রঙের অনেকগুলি বালা। কানে রয়েছে স্টোন স্টাডেড ইয়ারকাফ। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে সানি কালো ও লাল রঙের হার্ট ইমোজি পোস্ট করেছেন। সানির অনুরাগীদের একাংশ তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। বলিউডে কয়েকটি হিন্দি ফিল্মে কাজ করলেও বর্তমানে সানি ব্যস্ত ব্র্যান্ড এনডোর্সমেন্ট নিয়ে। এছাড়াও রয়েছে তাঁর নিজস্ব মেকআপ ব্র্যান্ড ‘স্টার স্ট্রাক বাই সানি লিওনি’।

About Author