বলিউডবিনোদন

বজায় রেখেছেন পুরোনো বোল্ডনেস, ওয়ানপিস পোশাকে সানি লিওন, ফ্যানরা বললেন, ‘বেবিডল আজ ভি মাস্ত হ্যায়!‘

সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে সানি লিওন পাপ্পারাজিদের মুখোমুখি হন

Advertisement
Advertisement

ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে ৮ থেকে ৮০ আজকাল সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। প্রায় সকলের অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকে ইত্যাদি জায়গায়। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসেই আমরা খবর পেয়ে যাই গোটা দেশের। সাধারণ মানুষ যেমন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ঠিক তেমনি তারকারাও এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজেদের ফ্যানদের সাথে যোগাযোগ বজায় রাখেন। পাশাপাশি আবার পাপ্পারাজিরা সব সময় তারকাদের লেসবন্দি করে রাখতে চান। এবার বহুদিন পর স্পট করা গেছে সকলের প্রিয় সানি লিওনকে। আর তাঁর এই ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে।

Advertisement
Advertisement

সানি লিওন ওরফে কারেনজিৎ কউর ভোহরা

যারা বলিউডের তাঁরা অবশ্যই সকলে সানি লিওনকে চেনেন। সানি লিওন, আসল নাম কারেনজিৎ কউর ভোহরা, একজন ইন্দো-কানাডিয়ান-আমেরিকান অভিনেত্রী, মডেল, প্রযোজক এবং ব্যবসায়ী, যিনি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র শিল্পে তার কর্মজীবনের জন্য বিখ্যাত। ২০১১ সালে বিতর্কিত রিয়েলিটি শো বিগ বসে অংশগ্রহণের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি বলিউডে অভিনয় শুরু করেন, “জিসম ২” চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তারপর থেকে তিনি “রজনীগন্ধা”, “এক পাহেলি লিলা”, “টেরা ঘর আম্বর” সহ একাধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। কিছুদিন আগে তনুজ ভিরওয়ানির সঙ্গে ড্যান্স রিয়ালিটি শো এমটিভি ‘স্প্লিটসভিলা এক্স ৫’ হোস্ট করছেন সানি। এবার আবার তাঁর নতুন শোয়ের প্রমোশন করতে বেরিয়ে পরেছেন সানি।

Advertisement

ভাইরাল ভিডিওর বিবরণ

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে মুম্বাইয়ের জুহুতে সানি লিওন গাড়ি থেকে নেমে একটি রেস্টুরেন্টে প্রবেশ করছেন। তাঁর পরনে লাল রংয়ের ডিজাইনার ওয়ানপিস পোশাক। তাঁকে দেখতে অপরুপ সুন্দরী লাগছিল। সে ক্যামেরার দিকে তাকিয়ে কিলার এক্সপ্রেশন দিয়ে হেসেছেন, যা দেখে মন উত্তাল হয়ে যাবে ফ্যানদের। এই ভিডিওটি পোস্ট করার সাথে সাথে তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কেউ লিখেছেন, ‘লুকিং লাইক অ্যাঞ্জেল‘। আবার কেউ বলেছেন, ‘বেবি ডল আজ ভি মাস্ত হ্যায়!‘ আপনিও চাইলে এখানেই দেখে নিন এই ভাইরাল ভিডিওটি।

Advertisement
Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

Related Articles

Back to top button