কৌশিক পোল্ল্যে: বলিউডে ছবির শুরুটাই হয়েছে এমএমএস দিয়ে। ‘রাগিনী এমএমএস 2’ এ প্রকাশ্যে আসেন সানি লিওনি। ছবির জনপ্রিয়তার পর বেশ কিছু সেক্সুয়াল কনটেন্টের বি গ্রেড সিনেমাও করেন তিনি।
এখন অবশ্য সিনেমা থেকে তিনি নিজেকে সরিয়ে রেখেছেন। জনপ্রিয় টিভি শো ‘স্পিলিট্সভিলা’য় বিগত পাঁচ বছর ধরে রনবিজয় সিং এর সঙ্গে হোস্ট করছেন এই শো। উল্লেখ্য শো এর বারো তম সিজনটি এবার শেষের পথে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৭৫ বছরে বিয়ে করলেন বাংলার এই অভিনেতা
সোশাল দুনিয়ায় জনপ্রিয় সানি প্রায়শই বিভিন্ন ছবি, মজার ভিডিও, এমএমএস, মোশন ভিডিও ইত্যাদি শেয়ার করে থাকেন। সম্প্রতি তিনি একটি সাউন্ডলেস ভিডিও শেয়ার করলেন যাতে মডেলিং এর সময় বিভিন্ন পোজে ক্যামেরায় ধরা দিচ্ছেন তিনি। তার হট লুক ও অঙ্গভঙ্গি নিঃসন্দেহে প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।
সানি বর্তমানে বহু উন্নয়নমূলক কাজ কাজের যুক্ত হয়েছেন। বহু চ্যারিটেবেল ফাউন্ডেশনের সঙ্গে জোট বেঁধে অনাথ শিশুদের জন্য শিক্ষা ও খাদ্যের জোগান পূরন করছেন।