Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মঞ্চে নাচলেন সুনিতা ও মুসকান বেবি, এভাবেই হল প্রতিযোগিতা (Hariyanvi Dance Video)

সপনা চৌধুরী (Sapna Choudhary) হরিয়ানভি তথা রাগনী নৃত্যকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। তবে তিনি এই পেশায় এসেছিলেন আর্থিক সমস্যার কারণে। কিন্তু কোমল চৌধুরী (Komal Choudhary), রচনা তিওয়ারি (Rachna Tiwari), সুনীতা…

Avatar

সপনা চৌধুরী (Sapna Choudhary) হরিয়ানভি তথা রাগনী নৃত্যকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। তবে তিনি এই পেশায় এসেছিলেন আর্থিক সমস্যার কারণে। কিন্তু কোমল চৌধুরী (Komal Choudhary), রচনা তিওয়ারি (Rachna Tiwari), সুনীতা বেবি (Sunita Baby), মুসকান বেবি (Muskan Baby), গোরি নাগোরি (Gori Nagori)-রা ক্রমশ রাগনীর অবনমন ঘটিয়েছেন। অনেকের অনুমান, সুনীতা বেবি ও মুসকান বেবি দুই বোন। তবে এই বিষয়ে এখনও প্রামাণ্য তথ্য মেলেনি।

কিন্তু সুনীতা ও মুসকান একসাথে একাধিক ডান্স পারফরম্যান্স করেছেন। সেগুলি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় হয়েছে। 2022 সালের 27 শে মে সুনীতা ও মুসকানের দ্বৈত নাচের ভিডিও ‘ম্যাক্স বিনোদ নয়ন’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। একই ভিডিও আরও অনেকগুলি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হওয়ার ফলে ম্যাক্স বিনোদ থেকে পাবলিশ এই ভিডিওটির ভিউ মাত্র তিন হাজারের কিছু বেশি অতিক্রম করেছে। ভিডিওতে সুনীতার পরনে রয়েছে সবুজ রঙের টাইট পাতিয়ালা সালোয়ার-কামিজ। কামিজের নেকলাইন যথেষ্ট ডিপ। ফলে উন্মুক্ত রয়েছে সুনীতার ক্লিভেজ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুসকানের পরনে রয়েছে সাদা রঙের পাতিয়ালা সালোয়ার-কামিজ। কামিজ জুড়ে রয়েছে মাল্টিকালার সুতোর এমব্রয়ডারি। এই কামিজটিও যথেষ্ট টাইট ও নেকলাইন ডিপ। উর্ধ্বাঙ্গ নাচিয়ে নাচ শুরু করেন সুনীতা। রাগনীতে এই ধরনে কোনো স্টেপ নেই। অপরদিকে মঞ্চে পাতা গদির উপর শুয়ে ক্লিভেজ শো-অফ করে নাচ করতে দেখা যায় মুসকানকে। দুইজনের নাচেই রয়েছে যৌন আবেদন। ‘তেরা কর দুঁ সেবা’ গানের সাথে নেচেছেন সুনীতা ও মুসকান। কখনও ক্লিভেজে হাত দিয়ে সুনীতাকে দেখা যায় যৌন ইঙ্গিত দিতে। কখনও বা তাঁর মাথার উপর দিয়ে এক পা ঘুরিয়ে নাচের স্টেপ করেন মুসকান। একসময় সুনীতার স্তন স্পর্শ করেন মুসকান। সুনীতা তাঁকে সরিয়ে দেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি ছুঁয়ে দেন মুসকানের ক্লিভেজ। নাচের নামে মঞ্চে শেষ অবধি শুধুই অশালীনতা চলে।

About Author