Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুনীল শেঠির স্ত্রী বলিউডের ‘লেডি আম্বানি’, বছরে উপার্জন করেন স্বামীর থেকে অনেক বেশি

বলি জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন সুনীল শেঠি। একাধিক হিট হিন্দি সিনেমাতে অভিনয় করে লাখ লাখ নেটজনতার মন জয় করে নিয়েছেন তিনি। হিরো অবতারে হোক কি ভিলেন চরিত্রে,…

Avatar

বলি জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন সুনীল শেঠি। একাধিক হিট হিন্দি সিনেমাতে অভিনয় করে লাখ লাখ নেটজনতার মন জয় করে নিয়েছেন তিনি। হিরো অবতারে হোক কি ভিলেন চরিত্রে, তাঁর বিকল্প পাওয়া সত্যিই কঠিন। নিজের কঠোর পরিশ্রম এবং অভিনয়ের প্রতি নিষ্ঠার জন্য সে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে নাম লেখাতে পেরেছেন। তিনি তার ক্যারিয়ারে একাধিক হিট ফিল্মে অভিনয় করে সকলের মনের মানুষ হয়ে উঠেছেন। তবে আজকের এই প্রতিবেদন তারকাকে নিয়ে নয়। বরং আজকের প্রতিবেদনে সুনীল শেঠির জীবনসঙ্গিনীর কথা আপনাদের জানাবো।

বেশিরভাগ সময় দেখা যায় তারকাদের স্ত্রী বা সন্তানেরা, তারকার নামেই সকলের কাছে পরিচিত হন। কিন্তু সুনীল শেঠির ক্ষেত্রে তা সম্পূর্ণ অন্য। জনপ্রিয় বলিউড অভিনেতার স্ত্রী মানা শেঠি নিজেই তাঁর কাজের জন্য সকলের কাছে পরিচিত। আসলে মানা শেঠি একজন নামকরা ব্যবসায়ী। সুনীল শেঠির সাথে s2 নামক একটি রিয়েল এস্টেট প্রকল্প শুরু করেছিলেন তিনি। এই প্রকল্পের অধীনে তিনি স্বপ্ননগরী মুম্বাইতে ২১ টি বিলাসবহুল ভিলা তৈরি করেন। এছাড়া তাঁর নিজের একটি লাইফস্টাইল স্টোর রয়েছে যাতে সাজ সরঞ্জামের জিনিস থেকে শুরু করে নিত্য বিলাসিতার সব জিনিস পাওয়া যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুনীল শেঠির স্ত্রী বলিউডের 'লেডি আম্বানি', বছরে উপার্জন করেন স্বামীর থেকে অনেক বেশি

অভিনেতার স্ত্রী মানা শেঠির নিজের এক আলাদা পরিচয় রয়েছে এবং তার ব্যক্তিত্বের জাদুতে অনেকেই কাবু হয়ে যান। ব্যবসার পাশাপাশি নিজের ঘর সামলা তিনি। এছাড়াও সমাজকর্মী হিসেবে তিনি একটি এনজিও সামলান। অনেকেই তো এই মানা শেঠিকে বলিউডের আম্বানি বলে ডাকেন।

জানিয়ে রাখি, মানা শেঠি সেভ দ্য চিলড্রেন ইন্ডিয়া নামের একটি এনজিও এর সাথে যুক্ত। তিনি বিভিন্ন জায়গা থেকে এই এনজিওর জন্য তহবিল সংগ্রহ করেন। এই জন্য সময় সময় তিনি এরাইজ নামের একটি প্রদর্শনী চালান। এখানে বলার অপেক্ষা রাখে না যে অভিনেতার থেকেও তার স্ত্রী অনেক বেশি অর্থ উপার্জন করেন প্রত্যেক বছরে।

About Author