Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sunidhi Chauhan: ‘সামি সামি’ গানে রিল বানালেন সুনিধি চৌহান, ভক্তদের মজা দিলেন গায়িকা

বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির গায়িকা সুনিধি চৌহান। ১৯৯৬ সাল থেকে বলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন তিনি। হিন্দি ছাড়াও ইংরেজি, পাঞ্জাবি, তামিল, তেলেগু, মালায়ালাম ভাষাতে গান গেয়েছেন তিনি। এখনো পর্যন্ত…

Avatar

বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির গায়িকা সুনিধি চৌহান। ১৯৯৬ সাল থেকে বলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন তিনি। হিন্দি ছাড়াও ইংরেজি, পাঞ্জাবি, তামিল, তেলেগু, মালায়ালাম ভাষাতে গান গেয়েছেন তিনি। এখনো পর্যন্ত দু’হাজারেরও বেশি গান গেয়ে ফেলেছেন সুনিধি চৌহান। তবে ২০২১’এর শেষ দিক থেকে তার গাওয়া একটি গান রীতিমতো মানুষের মন কেড়ে নিয়েছে। সম্প্রতি নিজের গাওয়া সেই গানের তালেই ভক্তদের পাশাপাশি মন মাতিয়েছেন সমগ্র নেটদুনিয়ার।

২০২১’এর শেষের দিক থেকেই আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা অভিনীত দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর প্রভাব পড়েছিল সমগ্র দর্শকমহলের উপর। ছবির প্রতিটি গানই মুখে মুখে ফিরছিল সাধারণের। আর সেই ছবিরই ‘সামি সামি’ গানের হিন্দি ভার্সনটি শোনা গিয়েছিল সুনিধি চৌহানের কন্ঠে। বলাই বাহুল্য, গায়িকার এই গান মুক্তি পাওয়ার পর থেকেই রীতিমতো ট্রেন্ডিংয়ে চলে এসেছিল। আর দর্শকমহলের উপর সেই গানের রেশ এখনো রয়েছে বেশ কিছুটা। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি নিজের গাওয়া ‘সামি সামি’র তালেই রিল ভিডিও বানানোর চেষ্টা গায়িকার। আর সেই সূত্রেই চর্চার আলোয় তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে সুনিধি চৌহানকে একেবারে ক্যাজুয়াল লুকে রিল‌ ভিডিওটি বানাতে দেখা‌ গিয়েছে। সাদার উপর বেগুনি প্রিন্টেড একটি লং পোশাকে এদিন দেখা গিয়েছিল গায়িকাকে। খোলা চুলে টিপ পরেছিলেন তিনি। সোফার উপরেই কুষান নিয়ে লোফালুফি করতে করতেই এই ভিডিওটি বানিয়েছিলেন গায়িকা। তিনি যে মজার ছলেই বানিয়েছিলেন ভিডিওটি, তা অবশ্য এটি দেখলেই স্পষ্ট হবে। সম্ভবত এটি বেশ কয়েকমাস আগেকার। সুনিধি চৌহানের ইনস্টাগ্রামের পাতায় নজর রাখলেই তার প্রমাণ মিলবে। এই মুহূর্তে গায়িকার ভক্তমহলের একাংশ তার এই পুনরায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখে বেশ মজাই পেয়েছেন, তার ঝলকও রয়েছে কমেন্টবক্সে।

About Author