করোনা আবহে খুশির জোয়ার জনপ্রিয় অভিনেতা সুমিত ব্যাসের জীবনে। কারণ, বাবা হলেন বলিউড খ্যাত এই অভিনেতা। জানা গিয়েছে বৃহস্পতিবার তার স্ত্রী একতা কউল ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
এরপরই সোশ্যাল মিডিয়ায় তার অনুগামীদের সাথে ভাগ করে নিয়েছেন এই খবর। সেখানে জানিয়েছেন সন্তানের নাম রেখেছেন বেদ। ইন্সটাগ্রামে পোস্ট করে তিনি বলেন, “পুত্র সন্তান, বেদ নামে পরিচিত হবে।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউল্লেখযোগ্য, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে গাঁটছড়া বেঁধেছিলেন সুমিত এবং একতা। এই বছরের এপ্রিল মাসেই একতার মা হওয়ার কথা প্রকাশ্যে আসে। অবশেষে তাদের কোল আলো করে এলো তাদের বেদ।