Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্ত্রীকে কাছে পেতে তান্ত্রিকের সাহায্য নিলেন এক ব্যক্তি, রাতের অন্ধকারে দেখুন এই Web Series

বর্তমান যুগে ব্যস্ততার মাঝে মানুষের হাতে সময় খুব কম। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হলে গিয়ে সিনেমা দেখার সময় সর্বদা থাকে না সাধারণদের কাছে। আর সেই জন্যই বর্তমান প্রজন্ম ক্রমাগত ঝুঁকছে ওয়েব…

Avatar

বর্তমান যুগে ব্যস্ততার মাঝে মানুষের হাতে সময় খুব কম। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হলে গিয়ে সিনেমা দেখার সময় সর্বদা থাকে না সাধারণদের কাছে। আর সেই জন্যই বর্তমান প্রজন্ম ক্রমাগত ঝুঁকছে ওয়েব সিরিজের দিকে। বাড়িতে বসে নিজেদের অবসরে আরাম করে নিজেদের ফোনে কিংবা টিভিতে সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখতেই পছন্দ করছেন তারা। বলাই বাহুল্য, লকডাউনের পরবর্তী সময় থেকে এই মুহূর্তে ওবেব প্ল্যাটফর্মগুলির দর্শক সংখ্যা বেড়ে গিয়েছে অনেকগুণ। আর সেক্ষেত্রে নিজেদের দর্শকদের মন রাখতে ওয়েব প্ল্যাটফর্মগুলিও একের পর এক বোল্ড ওয়েব সিরিজ নিয়ে আসছে। সেইসমস্ত প্লাটফর্মগুলির মধ্যে ‘প্রাইম শর্টস’ অন্যতম। সম্প্রতি সেই প্ল্যাটফর্মেরই একটি সাহসী সিরিজ ‘সুই’ এই মুহূর্তে চর্চায় রয়েছে।

এই সিরিজে বর্তমানের অন্যতম সাহসী অভিনেত্রী এলেন্দ্রাকে অভিনয় করতে দেখা গিয়েছে। এর আগেও একাধিক বোল্ড ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সেইসমস্ত সিরিজগুলির মধ্যে ‘চুল পানি চালকা’, ‘ইয়েস ম্যাম’, ‘মিস টিচার’ অন্যতম। তবে এই মুহূর্তে অভিনেত্রী ‘সুই’এর ট্রেলার সোশ্যাল মিডিয়ার পাতায় পুনরায় ভাইরাল হতেই আবারো চর্চার আলো কেড়েছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘সুই’ সিরিজের গল্প অনুযায়ী, পর্দায় এলেন্দ্রা নিজের স্বামীর প্রতি মানসিকভাবে কিংবা শারীরিকভাবে একেবারেই আকৃষ্ট ছিলেন না। আর নিজেদের এই দাম্পত্যের সমস্যা মেটাতে সিরিজে অভিনেত্রীর স্বামী সাহায্য নেন এক তান্ত্রিকের কাছ থেকে। সেই তান্ত্রিক তাকে একটি ঘড়ি দেন সমস্যার সমাধান হিসেবে। পাশাপাশি পর্দায় অভিনেত্রীর স্বামীকে বলেন, সেই ঘড়িতে যখন বারোটা বাজবে তখনই তার স্ত্রী তার কাছে আসবে। আর তাদের সেই ঘনিষ্ঠ মুহূর্ত চলবে রাত ১’টা পর্যন্ত। এরপর গল্প কিভাবে কোন দিকে এগোবে! তার উত্তর পেতে দেখতে হবে সিরিজটি। ৩ মাস আগে এই সিরিজের অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছিল। পুনরায় সেই ঝলক আবারো ভাইরাল হতেই চর্চায় এই সিরিজ ও তার কলাকুশলীরা।

About Author