শাহরুখ-কন্যা সুহানা বরাবর অন্যান্য স্টার—কিডদের থেকে আলাদা। তিনি লাইমলাইটে থাকতে পছন্দ করেন না। শাহরুখ খানও চান না,সুহানার স্বাভাবিক জীবন ব্যাহত হোক। কিন্তু কিছুদিন আগে সুহানার গায়ের রঙ নিয়ে তাঁকে রীতিমত ট্রোল করা হয়। এরপর সুহানা বিকিনি পরে ফটোশুট করে এই ট্রোলিং-এর যোগ্য জবাব দেন। সুহানা এই ফটোশুট -এর মাধ্যমে নিজের বুদ্ধিমত্তাকেও তুলে ধরেন। বিদেশে শ্যামলা রঙের মেয়েদের উপযুক্ত ফোটোজেনিক মডেল বলা হয়। সুহানার ছবিতে এই কনসেপ্টের ছোঁয়া পাওয়া যায়।
শৈশব থেকেই মা গৌরী খানের সঙ্গে IPL-এর মাঠে আসতেন সুহানা। কিন্তু তা নিয়ে কোনোদিন কোনো আড়ম্বর ছিল না সুহানা ও তাঁর পরিবারের। কিছু দিন আগে সুহানা উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও করোনা পরিস্থিতির কারণে দেশে ফিরে আসেন। ভবিষ্যতে তিনি অ্যাসিড আক্রান্ত মহিলাদের জন্য কাজ করতে চান,বলে জানিয়েছেন সুহানা।