তবে এই মুহূর্তে নিজের বোল্ড শাড়ি লুকের সূত্র ধরেই চর্চায় শাহরুখ কন্যা। সম্প্রতি আম্বানি পরিবারের আয়োজিত তারকা বেষ্টিত অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন শাহরুখ কন্যাও। এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় সেই অনুষ্ঠানেরই একাধিক ঝলক ভাইরাল রয়েছে। উল্লেখ্য, খোলা চুলে এদিন ব্রা কাটিং সোনালী ব্লাউজ ও ডিজাইনার সোনালী শাড়িতেই ছিলেন সুহানা। ছোট টিপে, মানানসই কানের দুল পরেছিলেন অভিনেত্রী। নিয়েছিলেন ক্লাচও। এই মুহূর্তে ‘ফিল্মি জ্ঞান’এর অফিসিয়াল ইনস্টা পেজ থেকেই ভাইরাল হয়েছে শাহরুখ কন্যার বোল্ড লুক। আপাতত সেই লুকের সূত্র ধরেই একাংশকে মুগ্ধ করেছেন সুহানা, যার ঝলক কমেন্টবক্সেই মিলবে।
Suhana Khan: সোনালী শাড়িতে সুহানা খানের অত্যাশ্চর্য লুক, দেখেই ঘায়েল ভক্তরা
সুহানা খান বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সেলেব কিড। ছোট থেকেই শাহরুখ খানের সূত্র ধরে চর্চায় থাকতে দেখা যায় তাকে। বলিউডের কিং খান তিনি। নব্বইয়ের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত…

আরও পড়ুন