Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হ্যালোউইনে হট লুকে বাদশা কন্যা সুহানা, সঙ্গে রয়েছে বাহারি নৈশভোজের আয়োজন

ইউরোপ ও আমেরিকায় প্রচণ্ড জনপ্রিয় হ্যালোউইন উত্‍সব এখন ভারতেও জাঁকিয়ে বসেছে। পুরো অক্টোবর মাস ধরেই চলছে এই উৎসব। আনুমানিক দু’হাজার বছর আগে কেল্টিক জাতি নভেম্বরের প্রথম দিনটি তাদের নববর্ষ হিসেবে…

Avatar

ইউরোপ ও আমেরিকায় প্রচণ্ড জনপ্রিয় হ্যালোউইন উত্‍সব এখন ভারতেও জাঁকিয়ে বসেছে। পুরো অক্টোবর মাস ধরেই চলছে এই উৎসব। আনুমানিক দু’হাজার বছর আগে কেল্টিক জাতি নভেম্বরের প্রথম দিনটি তাদের নববর্ষ হিসেবে পালন করত। এরপর যেভাবে খ্রিস্টধর্ম প্রসারতা পেয়েছে সেভাবেই এগিয়েছে এই কালচার। ফিরে আসি এই শতাব্দীতে। এই সময় অধিকাংশ মানুষ বিদেশে হয় পড়াশুনোর জন্য যাচ্ছেন অথবা চাকরিক্ষেত্রে। তাই সব মিলিয়ে বিভিন্ন কালচার মিলে মিশে গেছে। বিশেষত বলিউডের দিকে আপনি যদি তাকান, তবে দেখবেন সেখানে এই হ্যালোউইন উত্‍সব বিশেষ ভাবে পালিত হয়। বিভিন্ন সেলিব্রিটিরা এই উৎসব নিজেদের মতন করে পালন করেন। সেরকমই আজকের আলোচ্য মানুষ হলেন শাহরুখ কন্যা সুহানা। হ্যালোইন নাইটে সকলেই সোশ্যাল মিডিয়ায় নানা লুকে পোস্ট করেছেন, বাদ যাননি সুহানাও।

হ্যালোউইনে হট লুকে বাদশা কন্যা সুহানা, সঙ্গে রয়েছে বাহারি নৈশভোজের আয়োজন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রতি বছর ৩১ অক্টোবর মৃত আত্মাদের স্মরণে হ্যালোউইন পালিত হয়। সুহানাও পাশ্চাত্য ধ্যান ধারণা অনুযায়ী সেজে উঠলেন নতুন সাজে। ক্রপটপ ও স্কার্ট পরে হট লুকে হাজির হয়েছেন কিং খান কন্যা সুহানা। এছাড়াও নৈশভোজের ছবি শেয়ার করেছেন সুহানা। সব মিলিয়ে জমিয়ে সেলিব্রেট করলেন হ্যালোউইন সন্ধ্যা.

 

View this post on Instagram

 

A post shared by Suhana Khan (@suhanakhan2) on

About Author