অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’তে কাজ করার সময় অগ্নিদেব ও সুদীপার সম্পর্কের সূত্রপাত। অগ্নিদেব-এর বাড়ির পোষ্যরা ছিল সুদীপার খুব প্রিয়। অগ্নিদেব ও সুদীপা দীর্ঘদিন লিভ-ইন রিলেশনশিপে থাকার পর তাঁদের বিয়ে হয় 2015 সালে। ঘরোয়া অনুষ্ঠান ও রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়েছিলেন অগ্নিদেব ও সুদীপা।বিয়ের দিন সুদীপার পরনে ছিল সাদা বেনারসি ও সাবেকি গয়না। অগ্নিদেব পরেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবি। সুদীপা ও অগ্নিদেবের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কনীনিকা ব্যানার্জি, চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, তথাগত মুখার্জি, ব্রাত্য বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, কুশল চক্রবর্তী, জুন মালিয়া, সৌরভ মুনি প্রমুখ। 2018 সালের 12 নভেম্বর অগ্নিদেব ও সুদীপার পুত্রসন্তান আদিদেবের জন্ম হয়।
দুই ছেলেকে সঙ্গে নিয়ে বিয়েবাড়ি গেলেন ‘রান্নাঘর’-এর সুদীপা, ভাইরাল ছবি
সম্প্রতি এক বিয়েবাড়িতে দেখা গেল সঞ্চালিকা-অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি, তাঁর স্বামী পরিচালক অগ্নিদেব চ্যাটার্জি ও দুই ছেলে আকাশ ও আদিদেবকে। আকাশের গর্ভধারিণী মা সুদীপা নন। আকাশ অগ্নিদেব-এর প্রথম স্ত্রীর ছেলে। কিন্তু…

আরও পড়ুন