Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এইবার আর ‘দাদার অনুগামী’ নয়, নিজের নাম দিয়ে পোস্টার শুভেন্দুর, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

সম্প্রতি নন্দীগ্রাম দিবসের দিন গোকুলনগর মঞ্চে শুভেন্দু অধিকারীর সাথে দলের দূরত্বটা অনেকটাই স্পষ্ট ভাবে উঠে এসেছে। ঠিক সেই সময় বাঁকুড়ায় দেখা গেল তার পোস্টার। তবে এই পোস্টারটি আর পাঁচটি পোস্টারের…

Avatar

সম্প্রতি নন্দীগ্রাম দিবসের দিন গোকুলনগর মঞ্চে শুভেন্দু অধিকারীর সাথে দলের দূরত্বটা অনেকটাই স্পষ্ট ভাবে উঠে এসেছে। ঠিক সেই সময় বাঁকুড়ায় দেখা গেল তার পোস্টার। তবে এই পোস্টারটি আর পাঁচটি পোস্টারের মতো নয়। এই পোস্টারে ‘দাদার অনুগামী’ লেখা নেই। তার বদলে লেখা রয়েছে নেতার নাম। যা নিয়ে আবার ও গভীর সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

গত রবিবারের পর আবারও মঙ্গলবার বাঁকুড়ায় দেখা যায় তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর পোস্টার। আর পোস্টারে দেখা গিয়েছে একটি নাম লেখা। ‘সৌজন্যে সুদীপ চক্রবর্তী’। এতদিন ‘দাদার অনুগামী’ লেখাটিকে দেখেই অভ্যস্ত ছিল সকলে। সেই ‘দাদার অনুগামী’ লিখেই শুভেন্দু অধিকারীর পোস্টার টাঙানো হচ্ছিল। এই প্রথম নিজের নাম দিয়ে তৃণমূল নেতার পোস্টার টাঙাতে দেখা গেল কাউকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এইদিন এই বিষয়ে সুদীপবাবু বলেন,মাস কয়েক কাগে রেল বস্তি উচ্ছেদের কাজ চলছিল। সেই সময় বহু নেতার কাছে গিয়েছিলেন তিনি। জেলা ও রাজ্যের কোনো নেতাই ছিলেননা তার পাশে। পাশে ছিলেন কেবল শুভেন্দু অধিকারী। লকডাউনের সময় অনেক ত্রাণ পাঠিয়েছিলেন তিনি। কোনো নেতাই আমাদের খোঁজ নেন না। শুধু উনি নেন। তিনি আরও বলেন,”একটা কালীমূর্তি উদ্বোধন করতে আমরা দাদাকে ডেকেছি। আমরা দাদার অনুগামী। দাদার একনিষ্ঠ অনুগামী।”

এই বিষয়ে পালটা মুখ খুলতে দেখা যায় তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরাকে। তার বক্তব্য,”কেউ কালীমূর্তি উদ্বোধনে অন্য একজন কে ডাকতেই পারে। তবে তবু আমরা একবার ব্যাপারটা খোঁজ নিয়ে দেখব।”

About Author