Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হঠাৎ বাঙালি বধূর সাজে রাধিকা আপ্তে

কৌশিক পোল্ল্যে: কেরিয়ারের শুরুটা হিন্দী ফিচার ফিল্ম ‘লাইফ হো তো অ্যায়সি’ দিয়ে হলেও, ২০০৯ সালে অভিনেতা রাহুল বোসের সঙ্গে বাংলা ছবি ‘অন্তহীন’ দিয়েই সিনেমার যাত্রা শুরু এই অভিনেত্রীর। এরপর বাংলা…

Avatar

কৌশিক পোল্ল্যে: কেরিয়ারের শুরুটা হিন্দী ফিচার ফিল্ম ‘লাইফ হো তো অ্যায়সি’ দিয়ে হলেও, ২০০৯ সালে অভিনেতা রাহুল বোসের সঙ্গে বাংলা ছবি ‘অন্তহীন’ দিয়েই সিনেমার যাত্রা শুরু এই অভিনেত্রীর।

এরপর বাংলা সহ হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি ইত্যাদি ভাষার বহু ছবি, শর্টফিল্মস, ফিচার ফিল্ম ও ওয়েব সিরিজেও কাজ করেছেন রাধিকা আপ্টে। তার অভিনীত শেষ দুটি ছবি ‘প্যাডম্যান’ ও ‘অন্ধাধুন’ বক্সঅফিসে বেশ সফল হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি রাধিকার একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয় যেখানে তাকে একটি বাঙালি বধূর লুকে দেখা যাচ্ছে। আসল ঘটনা হল,
সম্প্রতিই রবীন্দ্রনাথ ঠাকুরের বাছাই করা কয়েকটি গল্প নিয়ে শুরু হয় এক ওয়েব সিরিজ ‘স্টোরিজ বাই টেগোর’।

রবি ঠাকুরের লেখা বিখ্যাত সেই ‘চোখের বালি’ গল্পাকারে দেখানো হয় এই সিরিজে। চোখের বালির বিনোদিনী চরিত্রের ফার্স্ট লুকের জন্যই এমন সেজেছেন তিনি তা প্রকাশিত হয়। সিরিজে তার বিয়ের ঘটনাটি গল্পের জন্য বিশেষ গুরুত্বপূর্ন ও অর্থবহ।

সিরিজটি বাংলা অ্যাপ ‘হইচই’ তে পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বাংলা সিনেমা ‘চোখের বালি’ তে এই একই চরিত্রে অভিনয় করেছিলেন বিশ্বসুন্দরী ঈশ্বর্য রাই। এখন রাধিকা, বিনোদিনী হিসেবে কতটা পারফেক্ট তা দেখে নিতেই পারেন আপনিও।

About Author