যখন একের পর এক সব কিছুর মূল্য বৃদ্ধি হচ্ছে সেই সময় ট্রাই নিয়ে আসল গ্রাহকদের জন্য সস্তা পরিষেবা। নতুন নির্দেশিকা অনুযায়ী কেবল টিভি, ডিটিএইচ পরিষেবায় খরচ কমছে অনেকটাই। আগামী ১৫-৩০ জানুয়ারির মধ্যে ট্রাই এর নির্দেশিকা অনুসারে ব্রডকাস্টার, এসএমও এবং ডিটিএইচ সংস্থাগুলিকে প্রত্যেকটি চ্যানেলের আ-লা-কার্ট দর ও চ্যানেলগুচ্ছের প্যাকেজ ঘোষণা করতে হবে নিজেদের ওয়েবসাইটে।
প্রথম ২০০ টি চ্যানেলের জন্য কর ব্যতীত ১৩০ টাকা নিতে পারবে ডিটিএইচ সংস্থাগুলি। বর্তমানে ১৩০ টাকা এনসিএফ দিয়ে যেখানে ১০০ টি চ্যানেল দেখা যায়, এবার থেকে তা বেড়ে হবে ২০০ টি চ্যানেল। দূরদর্শনের চ্যানেলগুলির জন্য কোন এনসিএফ লাগবেনা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ২০০ টি চ্যানেল ফ্রি টু এয়ার হলে কর সহ মাসে ১৬০ টাকা দিতে হবে গ্রাহকদের। কেউ চাইলে ১৩০ টাকা এনসিএফ এবং পে চ্যানেলের জন্য আলাদা টাকা দিয়ে ২০০ টি চ্যানেল বাছতে পারবেন।
কোনো চ্যানেলগুচ্ছের প্যাকে একাধীন পে চ্যানেল থাকলে ওই প্যাকের দাম পে চ্যানেল গুলির সম্মিলিত আ-লা-কার্ট দামের দুই-তৃতীয়াংশ হবে। এবং কোন চ্যানেল গুচ্ছের প্যাকের দামের থেকে আ-লা-কার্ট দরের তিনগুণের বেশি হবে না প্রত্যেকটি পে চ্যানেল। ১২ টাকার বেশি দামের চ্যানেলগুলি আ-লা-কার্টের ভিত্তিতে দিতে হবে। আবার যেসব বাড়িতে একাধিক ডিটিএইচ বা কেবল আছে সেখানে দ্বিতীয় বা তৃতীয় কানেকশনের জন্য প্রতি ২০০ টি চ্যানেলের জন্য মাসে ৬৫ টাকা এনসিএফ দিতে হবে।