উল্লেখ্য, ইউভানের জন্মের সময় থেকে অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। ছেলে বড় হতেই জি বাংলার ড্যান্স বাংলা ড্যান্স রিয়ালিটি শো দিয়ে ফের কাজে কামব্যাক করেন। এবার একের পর এক সিনেমার প্রজেক্টে কাজ করছেন। পুজোর সময়ে জানা যাচ্ছিল, পরমব্রতের সাথে ডক্টর বক্সী সিনেমাতে অভিনয় করবেন। নিজের জন্মদিনের ঠিক আগেই অনুগামীদের উপহার দিয়েছেন শুভশ্রী। সেইদিন সন্ধ্যাবেলাতেই মুক্তি পেয়েছে তার আসন্ন ছবি ডক্টর বক্সীর মোশন পোস্টার। যেখানে পুরোপুরি অন্যরকম লুকে নজর কেড়েছেন শুভশ্রী। তবে পায়ের চোটের জন্য আপাতত ছবির শ্যুটিং থেকেও সাময়িক বিরতি নিয়েছেন অভিনেত্রী। এই সিনেমাতে পরমব্রত চট্টোপাধ্যায় এবং বনি সেনগুপ্তর সঙ্গে দেখা যাবে শুভশ্রীকে।
Subhashree-Yuvaan: পায়ে চোট পেয়ে সোফায় বিশ্রাম শুভশ্রীর, মায়ের দেখভালে ব্যস্ত একরত্তি ইউভান
৩১ তম জন্মদিনের আগেই পায়ে চোট পেয়েছেন অভিনেত্রী শুভশ্রী । সেই চোট নিয়েই চলেছে সিনেমা থেকে রিয়ালিটি শোয়ের শ্যুটিং। তবে জন্মদিনের সময় ঘরোয়া পার্টিতেও পায়ে ব্যান্ডেজ নিয়ে স্বামী, ছেলে আর…

By

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?