নিউজপলিটিক্সরাজ্য

মমতার পাল্টা বিজেপি নেতার নতুন কর্মসূচি, ঘরের ছেলেকে বলো!

Advertisement
Advertisement

রাজীব ঘোষ: জনসংযোগের লক্ষ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো শুরু করেছিলেন।তারপর থেকে তার পাল্টা হিসেবে সিপিএম, কংগ্রেসের দিদিকেই বলছি, বিজেপির চা চক্রে দিলীপ দা,এবার বিজেপি নেতা ও বিধায়ক মুকুল পুত্র শুভ্রাংশু রায় শুরু করেছেন ঘরের ছেলেকে বলো।বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় নিজের ব‍্যক্তিগত মোবাইল ফোনের নম্বর দিচ্ছেন।এলাকার মানুষ সেই নম্বরে তাদের সমস্যার কথা শুভ্রাংশুকে জানাতে পারবেন।শনিবার বিজেপি নেতা ও বিধায়ক শুভ্রাংশু রায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তার বিধানসভার এলাকায় বাসিন্দাদের মধ্যে ঘরের ছেলেকে বলো কর্মসূচির কার্ড বিলি করেছেন।

Advertisement
Advertisement

রাজ‍্যে মমতার দিদিকে বলো কর্মসূচির প্রচারে দলের বিধায়ক, সাংসদ থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতা কর্মীরা মানুষের সঙ্গে যোগাযোগ করছেন।তাই এবার মুকুল পুত্রের এই ধরনের কর্মসূচি কি মমতার দিদিকে বলোর অনুসরণ করে তৈরী হয়েছে কিনা সেই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। মুকুল পুত্র শুভ্রাংশু বলেন, দিদিকে বলো কর্মসূচিতে যে ফোন নম্বর দেওয়া হয়েছে সেটা কেউ ধরছে না।মানুষ যার বিরুদ্ধে অভিযোগ করবে হয়তো সেই ওই ফোন ধরবে।

Advertisement

তাতে আখেরে কোনো লাভ হবে না।আমি যে ঘরের ছেলেকে বলো কর্মসূচির জন্য ফোন নম্বর দিয়ে ঘরে ঘরে কার্ড দিলাম, সেটা আমার ব‍্যক্তিগত ফোন নম্বর।বীজপুরের ছেলে হিসেবে এলাকায় সবসময় থাকি।স্থানীয় মানুষের কাছে বিভিন্ন বিষয়ে ঘরের ছেলে হিসেবে আবদার করি।শুভ্রাংশুর কথায় তৃণমূল কংগ্রেসের দিদিকে বলোর সঙ্গে এই কর্মসূচির তুলনা হয় না।স্বাভাবিক ভাবেই একটা বিষয় পরিস্কার আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সব রাজনৈতিক দল জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে নতুন কর্মসূচি গ্রহণ করে চলেছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button