মাতৃত্ব বেশ ভালরকম ভাবেই উপভোগ করছেন টলিউডের গ্ল্যামার গার্ল শুভশ্রী। ১২ ই সেপ্টেম্বরের আগে থেকেই নিজের একাধিক ছবি শেয়ার করেছেন রাজ-শুভশ্রী। বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ এই দম্পতি। তাইতো ইউভান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই চরম চর্চিত হচ্ছেন এই কাপল। সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়ে গেছে ইউভানের ফ্যানক্লাব। পরিচালক রাজ একের পর এক ভিডিও ও ছবি শেয়ার করছেন ছেলেকে কোলে নিয়ে। তাই আর বলার অপেক্ষা রাখে না যে কতটা ভালো আছেন এই দম্পতি।
এবারে ছেলের পর শুভশ্রী তাঁর এক পুরনো ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন। ছবিটি তাঁর বিয়ের পরের দিনের। যেখানে কপাল ভর্তি ধ্যাবড়ানো সিঁদুর নিয়ে প্রিয় পোষ্যকে আলিঙ্গন করছেন শুভশ্রী এবং উইশ করলেন আ ভেরি গুড মর্নিং।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রিয় পোষ্যর সঙ্গে ছবি শেয়ার করার আগে ছেলের পায়ে চুম্বন দিয়েও ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
View this post on Instagram
এই দুটি ছবি শেয়ার করার পর বেশ ভালোই বোঝা যাচ্ছে যে অভিনেত্রী তাঁর দুই ক্ষুদে সন্তানদের নিয়ে বহাল তবিয়তে আছেন।