Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Subhashree Ganguly: প্রকাশ্যে বেবিবাম্প, ডিপ নেকলাইন কাটিং পোশাকে গ্লো করছেন হবু মা

টলিপাড়ায় রাজ-শুভশ্রীর রসায়ন শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চিত। প্রায়ই একে অপরের প্রতি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভালোবাসা জাহির করেন তারা। কাজের ফাঁকে নিশ্চিতভাবে সময়ও কাটান ইউভানের সাথে। সেও নেহাতই অপরিচিত…

Avatar

টলিপাড়ায় রাজ-শুভশ্রীর রসায়ন শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চিত। প্রায়ই একে অপরের প্রতি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভালোবাসা জাহির করেন তারা। কাজের ফাঁকে নিশ্চিতভাবে সময়ও কাটান ইউভানের সাথে। সেও নেহাতই অপরিচিত নয় সাধারণের মাঝে। তবে এবার সেই ছোট্ট ইউভানই বড় দাদা হতে চলেছে। কয়েকদিন আগেই ছবি শেয়ার করে নিজেদের পরিবারের নতুন সদস্যের আসার কথা জানিয়েছেন রাজ-শুভশ্রী। এবার তার আসার আগেই ভ্যাকেশন মোড অন গোটা গাঙ্গুলী পরিবারের।

এই মুহূর্তে ইন্দোনেশিয়ার বালিতে ছেলেকে সাথে নিয়েই রাজের সাথে একান্তে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। যার একাধিক ঝলক নিজের সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করে নিতে দেখা যাচ্ছে তাকে। বলাই বাহুল্য, ছুটির মরসুমে সাদা ও মেটে রঙের ঢিলেঢালা ড্রেসেই দেখা দিয়েছেন অভিনেত্রী। আর এই বেশেই নতুন মাকে দেখে খুশি তার অনুরাগীরা। গর্ভাবস্থায় এই ধরনের পোশাকই পছন্দ শুভশ্রীর। এদিন হালকা মেকাপে চোখে রোদচশমা, হাই হিলের পরিবর্তে পায়ে ফ্ল্যাট স্যান্ডেলই ছিল তার। চেরি রেড লিপস্টিক ও ঝোলা কানের দুলেই বোল্ড দেখাচ্ছিল শুভশ্রীকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পাশাপাশি রাজকে একটি কালারফুল প্রিন্টেড শার্টে দেখা গিয়েছিল। তার চোখেও ছিল রোদচশমা। একটি হাতকাটা টি-শার্ট ও ধূসর রঙের প্যান্টে রোদচশমা পরিয়েছিলেন ছেলেকেও। ছুটি কাটাতে গিয়ে ছেলের সাথে খুনসুটিও করেছেন তিনি, তার ঝলক রয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবিগুলির মাঝেই। পাশাপাশি নিজের একাধিক সেলফিও পোস্ট করেছেন অভিনেত্রী। সবমিলিয়ে এখন পুরোপুরি নিজের মতো করেই সময় কাটাচ্ছেন হবু মা।

উল্লেখ্য, তারকা দম্পতির কাছ থেকে সুখবর পাওয়ার পর থেকেই রীতিমতো উচ্ছ্বসিত তাদের সমগ্র ভক্তমহল। তারা এখন থেকেই দিন গোনা শুরু করে দিয়েছেন। রাজ-শুভশ্রীর পাশাপাশি তারাও এখন অপেক্ষায় নতুন সদস্যের।

About Author