কৌশিক পোল্ল্যে: ‘পরিনীতা’ সিনেমায় তার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছেন আপামর বাঙালিরা। বেশ অন্যরকম গল্প নিয়ে তৈরি করা এই সাদামাটা ছবি যেন সাধারন হয়েও অসাধারন। বক্সঅফিসে প্রথম দশ দিনেই উঠে আসে ছবির বাজেটের চেয়েও বেশি অঙ্কের টাকা।
ছবির আসল চমক অবশ্য শুভশ্রী গাঙ্গুলি। মূলত কমার্শিয়াল ছবিতে অভিনয় করা এই অভিনেত্রী নিজের চেনা ছক ভেঙে বেরিয়ে এসে তাক লাগিয়ে দেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : প্রেমের জোয়ারে ভাসলেন মধুমিতা, নতুন চমক আসছে শীঘ্রই
ছবির জন্য যথাসম্ভব পরিশ্রম করেছিলেন এবং ফলও পেলেন হাতেনাতে। আড্ডাটাইমসের ‘সিনেমার সমাবর্তন’ এ সেরার সেরা অভিনেত্রীর পুরষ্কারটি এল তারই ঝুলিতে।
পুরষ্কৃত হওয়ার পর তিনি নিজের আনন্দ প্রকাশ করলেন একটি ছোট ভিডিয়োয়। তার বক্তব্য এই সাফল্যের জন্য তার স্বামী রাজ চক্রবর্তীও সমান দায়ী এবং তিনি এর পুরষ্কারটি রাজকে ডেডিকেট করলেন। আগামীতে আরও অনেকগুলি বড় অ্যাওয়ার্ড ফ্যাঙ্কশন রয়েছে, সেগুলির জন্যও বেশ উচ্ছসিত শুভশ্রী।