সম্প্রতি অভিনেতা শাহরুখ খানের কন্যা সুহানা খান সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে হোয়াইট ফ্লেয়ারড স্কার্টে শাহরুখের আদরের ‘সুহানি’কে অনন্য সুন্দরী লেগেছে। সুহানা খান ‘কিং’ খানের মেয়ে হওয়া সত্ত্বেও ফিল্ম ইন্ডাস্ট্রির স্পটলাইট থেকে কিছুটা দূরে থাকতেই পছন্দ করেন। কিন্তু পাপারাৎজির নজর থাকে সুহানার উপর। ফলে সুহানার বিভিন্ন মুহূর্তের ছবি ইদানিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
সুহানা গমরঙা ত্বকের মেয়ে। এই স্কিন কমপ্লেক্সন-কে ফোটোজেনিক কমপ্লেক্সন বলা হয়। কিন্তু ভারতবর্ষ আজীবন ফর্সা রঙের কদর করে এসেছে। এই কারণে সুহানা খান-কেও শৈশব থেকেই তাঁর গায়ের রঙের জন্য তির্যক মন্তব্য শুনতে হয়েছে। ‘প্রিন্সেস’ খান এইসব কথাকে আর কেয়ার করেন না। তবে তিনি এই ধরনের আক্রমণকে সহ্য না করে মানুষকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়ার কারণে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের কমেন্ট সেকশন লিমিটেড করে দিয়েছেন সুহানা খান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনেটিজেনদের একাংশ ইদানিং সুহানাকে কটাক্ষ করে বলছেন, তাঁর বাবা শাহরুখ খান যাতে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন না করেন, সেই বিষয়ে শাহরুখের সঙ্গে কথা বলতে। তবে সুহানা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। সুহানার ফিল্মে ডেবিউ করার গুঞ্জন মাঝে মধ্যে বলিউডের বাতাসে ভাসে। কিন্তু সুহানা জানিয়েছেন, তিনি ফিল্মে অভিনয় করতে আগ্রহী নন। তবে তিনি অ্যাসিড আক্রান্ত মহিলাদের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন সুহানা।
View this post on Instagram