Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গোষ্ঠী সংক্রমণ রুখতে স্বাস্থ্যকর্মীদের কড়া নজরদারিতে ইটভাটায় আটকে পড়া শ্রমিকেরা

মলয় দে, নদীয়া : NUHM প্রজেক্ট এর অন্তর্গত আট জন ANM ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন ইঁটভাটায়। যদিও ইটভাটার মধ্যেই নিজেদের গৃহবন্দী রেখেছেন, বাইরের প্রবেশ একেবারে নেই বললেই চলে। তবুও গোষ্ঠী সংক্রমণ…

Avatar

মলয় দে, নদীয়া : NUHM প্রজেক্ট এর অন্তর্গত আট জন ANM ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন ইঁটভাটায়। যদিও ইটভাটার মধ্যেই নিজেদের গৃহবন্দী রেখেছেন, বাইরের প্রবেশ একেবারে নেই বললেই চলে। তবুও গোষ্ঠী সংক্রমণ রুখতে বিশেষভাবে তৎপর হয়েছে স্বাস্থ্য দপ্তর তাই দুজন এইচ এইচ ডব্লিউ, একজন এফ টি এস এবং একজন এএনএম সহ একটি দল বাড়ি বাড়ি ঘোরার সাথেও বাড়তি দায়িত্ব ইটভাটা সামলাচ্ছেন তৎপরতার সাথে।

আজ ইউ পি এইচ সি ওয়ান সেন্টার (ইউ এইচ সি ফাইভ ) এর উদ্যোগে শহীদ হারা রক্ষিত পৌঁছান শান্তিপুর শহরে 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চারটি ইঁটভাটায়। সেখানে প্রায় পাঁচ শতাধিক শিশু বৃদ্ধ সহ সাধারন মানুষকে ফোর হেড থার্মোমিটার এর মাধ্যমে উষ্ণতা পরীক্ষা করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author