এদিন শনিবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানান হয়েছে, আগামী ৩০শে জুন পর্যন্ত দেশের সমস্ত কনটেইনমেন্ট জোনে জারি থাকবে লক ডাউন। এবারের নির্দেশিকায় শুধুমাত্র কনটেইনমেন্ট জোনকেই অন্তর্ভুক্ত করা হয়েছে।
Lockdown to continue in Containment zones till June 30, only essential activities allowed: MHA #UNLOCK1 pic.twitter.com/ViPB0nfpJY
— ANI (@ANI) May 30, 2020
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগ্রিন, অরেঞ্জ ও রেড জোনে ধীরে ধীরে তুলে নেওয়া হবে লক ডাউন। তবে যে সমস্ত দোকানপাট খোলা হবে বা যানবাহন পরিষেবা সচল হবে সেগুলি কনটেইনমেন্ট জোনকে বাদ দিয়ে বাকি এলাকাগুলিতে করতে হবে। এবারের নির্দেশিকায় কঠোর লক ডাউনের নির্দেশ দেওয়া হয়েছে কনটেইনমেন্ট জোনে।