Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২০ বছরের লজ্জা কাটাতে মরিয়া টিম ইন্ডিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে মাস্টার প্ল্যান রোহিত শর্মার

আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ বছরের লজ্জার রেকর্ড ভাঙতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ধর্মশালায় দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের…

Avatar

আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ বছরের লজ্জার রেকর্ড ভাঙতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ধর্মশালায় দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত ভারত এবং নিউজিল্যান্ড চলতি বিশ্বকাপে নিজেদের ৪টি ম্যাচেই জয় নিশ্চিত করেছে। রোহিত শর্মার নেতৃত্বে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানকে পরাজিত করেছে। অন্যদিকে, নিউজিল্যান্ড এই মুহূর্তে বাংলাদেশ, আফগানিস্তান নেদারল্যান্ড এবং শক্তিশালী ইংল্যান্ডকে পরাজিত করেছে।বিশ্বকাপের আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম পরাজয়ের মুখ দেখবে যে কোন একটি দল। তবে নিজেদের প্রথম পরাজয় কোন দল মেনে নেবে, সেটি নির্ণয় হবে খেলার শেষে। এই মুহূর্তে যদি আইসিসি আয়োজিত বিশ্বকাপে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার জয়-পরাজয়ের পরিসংখ্যান হিসাব করি, তবে এই তালিকায় নিঃসন্দেহে এক ধাপ উপরে অবস্থান করছে শক্তিশালী নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত বিশ্বকাপের আসরে ১৩ বার নিউজিল্যান্ডের মুখোমুখি নেমেছে ভারত। যেখানে ১০ বার পরাজয়ের লজ্জা জনক রেকর্ড নিজেদের নামে করেছে ব্লু-বাহিনী।জানলে অবাক হবেন, নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ময়দানে ভারত শেষবার সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ২০০৩ সালে জয়লাভ করেছিল। এরপর ধারাবাহিকভাবে নিউজিল্যান্ডের কাছে পরাজয় স্বীকার করেছে টিম ইন্ডিয়া। আমরা আপনাদের বলে রাখি, ২০১৯ বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের কাছে হেরে মেগা আসর থেকে ছিটকে গিয়েছিল ভারত। তবে চলতি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে মোটের উপর দুর্দান্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, পরাজয়ের ধারাবাহিকতা ভেঙে চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার রেকর্ড ভাঙবে রোহিত শর্মারা।
About Author