এবার আর দুশ্চিন্তা নয়, জলের দামে টিকিট কেটে রাজধানী এক্সপ্রেসের গতি উপভোগ করতে পারবেন ভারতীয় রেল প্রেমীরা। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে ভারতের কোটি কোটি মানুষ রেল যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে অত্যন্ত কম সময়ে এবং কম টাকা ব্যয় করে নিজের গন্তব্যে পৌঁছায়। আপনি জানলে অবাক হবেন, প্রতিদিন প্রায় চার কোটি মানুষ ভারতীয় রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছান। আর বিশাল এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করে প্রায় ১৫ হাজার ট্রেন।
তবে আপনি জানলে অবাক হবেন, দরিদ্র শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রেলওয়ে অফ ইন্ডিয়া। ভারতীয় রেলের এক উচ্চপদস্থ কর্মচারী জানান, সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে ভারতীয় রেল এবার বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। স্বল্প মূল্যে টিকিটে এবার যাত্রীরা রাজধানী এক্সপ্রেসের গতি উপভোগ করতে পারবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতিনি তার সাক্ষাৎ করে বলেন, আগামী ৩১ শে অক্টোবর থেকে ভারতীয় রেলওয়ে পুল-পুশ ট্রেন চালাতে চলেছে। যেখানে খুব কম মূল্যে নিত্যযাত্রীরা ভ্রমণ করতে পারবেন। এই ট্রেনের বিশেষত্ব হলো, এতে ১২টি স্লিপার কোচ থাকবে। পাশাপাশি ৮টি ডাবল স্লিপার এবং ২টি দিব্যং ব্যক্তিদের জন্য স্পেশাল কোচ থাকবে। যেখানে তাদের প্রয়োজনীয় সকল সুবিধা উপলব্ধ থাকবে।
আমরা আপনাদের জানিয়ে রাখি, পুল-পুশ এই রেলে সর্বমোট ২২টি কোচ থাকবে। যার সামনে এবং পিছনে একটি করে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হবে। অর্থাৎ ট্রেনটি দুটি ইঞ্জিনের মাধ্যমে প্রয়োজনীয় শক্তি সঞ্চার করবে। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, পুল-পুশ নামক এই ট্রেনটি সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। যা রাজধানী কিংবা শতাব্দী এক্সপ্রেসের সমতুল্য। তবে এর টিকিট মূল্য অন্যান্য এক্সপ্রেস ট্রেনের চেয়েও কম হবে বলে মনে করা হচ্ছে।