তবে মাঠের বাইরে থেকে ভারতীয় ফিল্ডিং কোচের সমস্যা দূর করলেন ক্রিকেটের ঈশ্বর সচীন টেন্ডুলকার। তিনি গতকালকের ম্যাচের সেরা ফিল্ডার বেছে নিয়েছেন এক ম্যাচ পর্যালোচনা অনুষ্ঠানে। তিনি বলেন, স্লিপে দাঁড়িয়ে দুটি ক্যাচ নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেছেন শ্রেয়াস আইয়ার। অবশ্যই গতকালকের ম্যাচের সেরা ফিল্ডাল হিসেবে তার গলায় সোনার মেডেল দেখা যেতেই পারে।এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার ব্যর্থতার পর বিরাট কোহলি, শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ারের লম্বা ইনিংসের ওপর নির্ভর করে নির্ধারিত ওভার শেষে ভারত ৩৫৭ রান সংগ্রহ করে। এদিকে, ৩৫৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতীয় বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলংকার ব্যাটিং লাইন-আপ। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় লঙ্কান বাহিনী।The Medal Ceremony 🏅 in the dressing room just attained "LEGENDARY" status 🙌🏻#TeamIndia was in for a surprise when someone 𝗜𝗡𝗦𝗣𝗜𝗥𝗔𝗧𝗜𝗢𝗡𝗔𝗟 announced the best fielder award 🫡🔝#CWC23 | #MenInBlue | #INDvSL
— BCCI (@BCCI) November 3, 2023
WATCH 🎥🔽 – By @28anand
শ্রীলংকার বিপক্ষে স্বর্ণ বিজয়ী ফিল্ডার বেছে নিলেন শচীন টেন্ডুলকার, জানালেন এই ভারতীয় ক্রিকেটার ম্যাচ সেরা
গতকাল বিশ্বকাপের ৩৩তম ম্যাচে শ্রীলঙ্কাকে খারাপ ভাবে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। যার ফলে ১৪ পয়েন্ট এবং +২.১০২ রান রেট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রোহিত শর্মারা। তাছাড়া গত…

আরও পড়ুন