Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়িতে জল অপচয় বন্ধ করুন, রইলো কিছু পরামর্শ

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : জলের অপর নাম জীবন। প্রকৃতির চারটি উপাদান ছাড়া আমরা কখনই বাঁচতাম না। এই চারটি উপাদান হল মাটি, আলো, বাতাস আর জল। গৃহস্থালির নানা…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : জলের অপর নাম জীবন। প্রকৃতির চারটি উপাদান ছাড়া আমরা কখনই বাঁচতাম না। এই চারটি উপাদান হল মাটি, আলো, বাতাস আর জল।

গৃহস্থালির নানা কাজে আমরা জল ব্যবহার করি। এই জল ব্যবহারের সময় আমরা প্রচুর জল নষ্ট করে থাকি। আমরা ভুলে যাই আমাদের পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল। তারমধ্যে ভূগর্ভ জলের ভাণ্ডার খুবই কম। আমরা একটু সতর্ক থাকলেই এই জল অপচয় কমাতে পারি। বাড়িতে জল অপচয় বন্ধের কিছু পরামর্শ দেওয়া হলো:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

* জল দিয়ে বাসনপত্র ধোয়ার সময় জলের ব্যবহারের দিকে নজর দিতে হবে, যাতে বেশি জল খরচ না হয়।

* বাড়িতে যদি খারাপ বা ফুটো জলের লাইন থাকে, তাহলে তা দ্রুত পাল্টে ফেলতে হবে।

* টয়লেটে নজর রাখতে হবে যাতে অযথা ফ্ল্যাশ না করা হয়।

* গাছে ভালো জল দেওয়ার পরিবর্তে ব্যবহার করা জল কে কাজে লাগানো উচিত।

* লনে বা বাগানে জল দেওয়ার সময় চেষ্টা করুন ভোরবেলায় জল দিতে। কারণ এই সময় বায়ুতে তাপমাত্রা কম থাকে। এর ফলে বাষ্পীভবন কম হয়।

* বাগান করতে চাইলে চেষ্টা করুন সেখানে লতা গুল্ম জাতীয় গাছ লাগানো। এইসব গাছে জল অনেক কম লাগে।

* বৃষ্টির জল সংরক্ষণ করে তা দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করুন। বৃষ্টির জল নানা কাজে ব্যবহার করতে পারলে জল সংরক্ষণ অনেকটাই করা যায়।

About Author