Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনার জেরে আপাতত স্থগিত অ্যামাজন ডেলিভারি

করোনার প্রভাব দ্রুত বেড়েই চলেছে। বিশ্বের সব দেশেই মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ভারতে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩৮ জনের বেশি। মৃত্যু হয়েছে ৩ জনের। আজ প্রথম কোলকাতাতে একজনের করোনা পজিটিভ…

Avatar

করোনার প্রভাব দ্রুত বেড়েই চলেছে। বিশ্বের সব দেশেই মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ভারতে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩৮ জনের বেশি। মৃত্যু হয়েছে ৩ জনের। আজ প্রথম কোলকাতাতে একজনের করোনা পজিটিভ এসেছে। নেওয়া হয়েছে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা।

এই পরিস্থিতিতে অ্যামাজন নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। ই-কমার্স সাইট অ্যামাজন ঘোষণা করেছে যে আগামী ৫ এপ্রিল পর্যন্ত ওষুধ ছাড়া সব ধরণের পণ্য বিক্রয় সাময়িকভাবে বন্ধ রাখা হবে। পরবর্তী কালে পরিস্থিতি বিচার করে ঠিক করা হবে পরিষেবা কখন চালু হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে প্রথম যুবকের শরীরে মিলল করোনা জীবাণু, ভর্তি বেলেঘাটা আইডিতে

কিন্তু অ্যামাজনের তরফে বলা হয়েছে যে অল্প কিছু ওষুধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা সম্পন্ন পণ্যের অর্ডার নেয়া হবে এবং ফুলফিলমেন্ট সেন্টার থেকে সেগুলো গ্রাহকের ঠিকানাতে পাঠানো হবে। এর ফলে অসুবিধা অনেক হবে কিন্তু তাদের কর্মীদের জীবনের কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বিভিন্ন জিনিসের উৎপাদন বন্ধ হওয়াতে তাদের নানা সমস্যাতে পড়তে হয়েছে, এরফলে ব্যবসাতে অনেক লোকসান হবে ঠিকই কিন্তু কর্মীদের সুরক্ষার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

About Author