Today Trending Newsনিউজরাজ্য

বিজেপির উপর চাপ বাড়াতে মুকুল রায়কে জেরা রাজ্য পুলিশের

Advertisement
Advertisement

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে মুকুল রায়ের বিরুদ্ধে একের পর এক অতি সক্রিয় হয়ে উঠেছে রাজ্য পুলিশ। বেশ কয়েকটি আর্থিক প্রতারণার অভিযোগ এনে মুকুল রায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। সেই সব মামলা থেকে নিষ্কৃতি পেতে আগাম জামিনের জন্য আদালতের দ্বারস্থও হয়েছিলেন মুকুল রায়। এবার সেই মামলা আবার খুঁচিয়ে তোলার চেষ্টা করছে রাজ্য প্রশাসন।

Advertisement
Advertisement

বিজেপিকে চাপে ফেলে আবারও মুকুল রায়কে তলব করে পুলিশ। হাওয়ালা কান্ডে জেরার জন্য এই বিজেপি নেতাকে নোটিশ পাঠায় কলকাতা পুলিশ। বিজেপিকে অস্বস্তিতে ফেলে পুলিশের জেরার মুখোমুখি হতে হচ্ছে মুকুলকে। হাওয়ালা কান্ডে জেরা করতে চেয়ে তলব করে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ এই বিজেপি নেতাকে। শনিবার জেরা করতে চেয়ে এই সংক্রান্ত নোটিশ পাঠানো হয় তাঁর বাড়িতে। সেই মতো থানায় এসে উপস্থিত হন মুকুল রায়।

Advertisement

আরও পড়ুন : পুরভোটে এই হেভিওয়েট নেতাকে দলে সক্রিয় ভাবে ফেরাতে চায় গেরুয়া শিবির

Advertisement
Advertisement

প্রসঙ্গত, হাওয়ালা কান্ডে জড়িত থাকার অভিযোগ এনে মুকুল রায়ের বিরুদ্ধে কালিঘাট থানায় এফআইআর করে কলকাতা পুলিশ। এই মামলায় জেরার মুখোমুখি হওয়া আটকাতে আদালতের দ্বারস্থ হয়েও রেহাই মেলেনি এই বিজেপি নেতার। কার্যত, আদালতের নির্দেশেই জেরার মুখে পড়লেন তিনি। কালিঘাট থানার নোটিশ পেয়ে তিনি থানায় এসে উপস্থিত হলে কলকাতা পুলিশের একটি বিশেষ দল তাঁকে জিজ্ঞাসাবাদ করে।

এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছে বিজেপি। মুকুল রায় যতদিন তৃণমূলে ছিলেন তখন কেন পুলিশ কোন পদক্ষেপ নেয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এদিন জেরা চলাকালীন কালিঘাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।

Advertisement

Related Articles

Back to top button