নিউজরাজ্য

লকডাউনের মধ্যে লোকাল ট্রেন ও মেট্রো চালাতে আপত্তি রাজ্যের

Advertisement
Advertisement

দেশে দীর্ঘদিন ধরে জারি রয়েছে লকডাউন। তৃতীয় দফার লকডাউনের পর থেকেই ধীরে ধীরে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। পরিবহন ব্যবস্থাও চালু হয়েছে। রাস্তায় বাস, ট্যাক্সি, ক্যাব, বাইক চালু হলেও চালু হয়নি মেট্রো ও লোকাল ট্রেন। শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এছাড়া বিশেষ কিছু ট্রেন ও চালু করার কথা ভেবেছে রেল। তবে এখনই লোকাল ট্রেন ও মেট্রো রেল চালু করতে রাজি নয় রাজ্য সরকার।

Advertisement
Advertisement

লোকাল ও মেট্রো রেল চালুতে আপত্তি রয়েছে রাজ্যের। এখনই লোকাল ট্রেন ও মেট্রো রেল চালাতে রাজি নয় রাজ্য সরকার। আজ কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকেই রাজ্যের মুখ্যসচিবরাজীব সিনহা লোকাল ট্রেন ও মেট্রো চালাতে আপত্তি করেছে। তবে শুধু বাংলাই নয়, আরও কিছু রাজ্যের পক্ষ থেকে লোকাল ট্রেন চালু করতে আপত্তি জানিয়েছে।

Advertisement

এমনকি বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে আরও দু সপ্তাহ লকডাউন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। গত সোমবার থেকে দেশে ঘরোয়া বিমান পরিষেবা চালু হয়েছিল। রাজ্যে আমফানের জন্য এতদিন বিমান পরিষেবা চালু না হলেও আজ থেকে কলকাতা বিমানবন্দরে পরিষেবা চালু হয়েছে। এমনকি আজ কলকাতার মেট্রোতেও ট্রায়াল রান করানো হয়েছে। এবার থেকে মেট্রো পরিষেবা চালু হলেও টোকেন ব্যবস্থা থাকবে না বলে জানা গেছে। শুধুমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমে টিকিট পরিষেবা চালু থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button