Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভ্যাকসিনের অপচয় ঠেকাতে রাজ্যের উদ্যোগ, ২০৭টি স্বাস্থ্যকেন্দ্রে নির্দেশিকা স্বাস্থ্য ভবনের

কলকাতা: দ্বিতীয় দফার করোনার টিকাকরণ (Corona Vaccination) শুরু হয়েছে আজ, সোমবার (Monday) থেকে রাজ্য জুড়ে। এই দ্বিতীয় দফায় করোনার টিকাকরণ সকাল ৯টা থেকেই রাজ্যের ২০৭ কেন্দ্রে শুরু হয়েছে। করোনা ভ্যাকসিনেশনের…

Avatar

কলকাতা: দ্বিতীয় দফার করোনার টিকাকরণ (Corona Vaccination) শুরু হয়েছে আজ, সোমবার (Monday) থেকে রাজ্য জুড়ে। এই দ্বিতীয় দফায় করোনার টিকাকরণ সকাল ৯টা থেকেই রাজ্যের ২০৭ কেন্দ্রে শুরু হয়েছে। করোনা ভ্যাকসিনেশনের লক্ষপুরণ হয়নি প্রথম দিন। প্রচুর পরিমাণ ভ্যাকসিনের (Corona Vaccine) অপচয় হওয়ার অভিযোগও উঠেছিল। তাই দ্বিতীয় দফায় আটঘাট বেঁধে নামছে স্বাস্থ্য ভবন।

স্বাস্থ্য ভবন কোনওভাবেই ভ্যাকসিনের  যাতে অপচয় না হয়, তা নিশ্চিত করতে রাজ্যের ২০৭টি টিকাকরণ কেন্দ্রকেই নির্দেশিকা পাঠিয়েছে। প্রসঙ্গত, কোভিশিল্ডের  একেকটি ভায়াল থেকে টিকা দেওয়ার কথা দশজনকে। গ্রহীতা পিছু টিকা দেওয়ার কথা ৫ মিলিলিটার। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ৫ মিলিলিটার করে ভ্যাকসিন ১০ জনকে দেওয়ার পরও ভায়ালে কিছু পরিমাণ ভ্যাকসিন অবশিষ্ট থাকছে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মীরা ওই অবশিষ্ট ভ্যাকসিন ব্যবহার না করে ফেলে দিচ্ছিলেন বলে অভিযোগ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু স্বাস্থ্য ভবন দ্বিতীয় দফায় সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না। সেকারণে দ্বিতীয় দফার টিকাকরণের  আগে স্বাস্থ্য ভবনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে, “কোনও ভ্যাকসিনের অপচয় করা যাবে না। একটি ভায়াল থেকে ১০ জনকে টিকা দেওয়ার পর যতটা অবশিষ্ট থাকবে, সেটাও ব্যবহার করতে হতে। অবশিষ্ট ভ্যাকসিনের পরিমাণ যদি ৫ মিলিলিটার হয়, তাহলে তো সমস্যাই নেই। অন্য গ্রহীতার শরীরে তা দেওয়া যাবে। আর যদি তার কমও হয়, তাও ব্যবহার করতে হবে।”

About Author