Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৭ দিনের মধ্যে আলুর দাম কমাতে তৎপর রাজ্য, স্বস্তিতে আম জনতা

কলকাতা :ক্রমশ  ঊর্ধ্বমুখী হচ্ছে আলুর দাম। মধ্যবিত্তের রোজকার মেনুতে আবার আলু ফেরাতে এবার তৎপর হয়েছে রাজ্য সরকার। মাসের শুরুতে কলকাতার বাজারে জ্যোতি আলুর দাম ছিল ২৬ টাকা। মঙ্গলবার তা বেড়ে…

Avatar

কলকাতা :ক্রমশ  ঊর্ধ্বমুখী হচ্ছে আলুর দাম। মধ্যবিত্তের রোজকার মেনুতে আবার আলু ফেরাতে এবার তৎপর হয়েছে রাজ্য সরকার। মাসের শুরুতে কলকাতার বাজারে জ্যোতি আলুর দাম ছিল ২৬ টাকা। মঙ্গলবার তা বেড়ে হয়েছে ৩২ টাকা। চন্দ্রমুখী আলুর দাম বাজারে ছিল ২৮ টাকা। সেই আলু আজ ৩৪ টাকা দরে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে।

আগামী ৭ দিনের মধ্যে আলুর দাম কমাতে নির্দেশ দিলো রাজ্য সরকার। নাহলে আলুর দাম নিয়ে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্র।  ২৫ টাকা কেজিতে দিতে হবে আলু, এমন্টাই স্পষ্ট করে জানিয়ে দিলো নবান্ন। প্রয়োজনে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকেও কাজে লাগানো হতে পারে বলে জানানো হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বেশ কদিন ধরে আলুর দাম বাড়াকে কেন্দ্র করে কপালে ভাঁজ পড়েছে রাজ্যবাসির। একদিকে করোনা, অন্যদিকে চাকরি চলে যাওয়া। সব মিলিয়ে এই চরম দুর্দিনে রোজকার পাতে শেষ ভরসা একমাত্র আলুই। আর সকাল বিকেল বাঙালির পাতে আলু থাকবে না এমন ভাবাটাও অনেকটা  আশ্চর্যসম। এবার আলুর দামও যদি এই হারে বাড়তে থাকে তাহলে না খেয়েই মরতে হবে আম জনতাকে।

বাজারে অগ্নিমুল্যের জেরে মাছ ,মাংস, ফল এবং শাক সব্জিতে হাত দেওয়া প্রায় দুস্কর হয়ে দাড়িয়েছে। আর তার ওপর আলুর দাম বৃদ্ধি অনেকটা গোদের ওপর বিষ ফোড়ার মতন হাল করে ছেড়েছে। তবে আর সমস্যা হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। তাও যদি কাজ না হয় সেই ক্ষেত্রে পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে রাজ্য সরকার।

About Author