Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উত্তরপ্রদেশের দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রাজ্যের

উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায় দুটি ট্রাকের সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে ২৪ জন পরিযায়ী শ্রমিকের। ওই মৃত শ্রমিকদের মধ্যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার তিন থেকে চারজন শ্রমিক ছিলেন। ট্রাকের সংঘর্ষে শ্রমিকের মৃত্যুর ফলে…

Avatar

উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায় দুটি ট্রাকের সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে ২৪ জন পরিযায়ী শ্রমিকের। ওই মৃত শ্রমিকদের মধ্যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার তিন থেকে চারজন শ্রমিক ছিলেন। ট্রাকের সংঘর্ষে শ্রমিকের মৃত্যুর ফলে পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে মৃত শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানা গিয়েছে, শুক্রবার রাত ৩টে নাগাদ দুটি ট্রাকের সংঘর্ষ লাগে। খাবার নিয়ে যাওয়ার একটি ট্রাকে পরিযায়ী শ্রমিকেরা জোর করে উঠে পড়েন। তাঁরা রাজস্থান থেকে বাড়ি ফিরছিলেন। এরপর উত্তরপ্রদেশের আউরাইয়াতে ওই ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের ধাক্কা লাগে। এরফলে বেশ কিছু শ্রমিক প্রাণ হারান। শ্রমিকদের মধ্যে বাংলা, বিহার, ঝাড়খণ্ডের শ্রমিকেরা ছিলেন। এই ঘটনায় পুলিশ প্রশাসনকে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ট্রাক দুটিকে আটকে রেখেছে পুলিশ। চালকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সরকারের তরফে জানান হয়েছে, নিহত শ্রমিকদের পরিবার পিছু দুই লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “উত্তরপ্রদেশের আউরাইয়াতে শ্রমিকদের পথ দুর্ঘটনা খুবই বেদনাদায়ক। নিহত শ্রমিকদের প্রতি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা সুস্থ হয়ে উঠবেন তাড়াতাড়ি এই কামনা করি।”

About Author