নিউজরাজ্য

করোনা সংক্রমণ রুখতে রাজ্যের নতুন পদক্ষেপ, জারি বিশেষ নির্দেশিকা

Advertisement
Advertisement

করোনা সংক্রমণ রোধ করার জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। সংক্রমণ রুখতে এবার থেকে পশ্চিমবঙ্গের সব করোনা হাসপাতালগুলিতে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার রাতে এই নির্দেশিকা নবান্ন থেকে জারি করা হয়েছে। এদিনই জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতালের সুপারদের কাছে এই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

সূত্রের খবর, মোবাইল ফোনের মাধ্যমেও ছড়াতে পারে করোনা ভাইরাস। তাই সমস্ত করোনা হাসপাতালে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। শুধু করোনা আক্রান্ত রোগীরাই নয়, হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। নির্দেশিকাতে স্পষ্ট বলা হয়েছে যে হাসপাতালে ঢোকার আগে মোবাইল একটি নির্দিষ্ট জায়গাতে জমা রাখতে হবে। সেখানে একটি রশিদ দেওয়া হবে। রশিদটা দেখলেই মোবাইল পেয়ে যাবে।

Advertisement

তবে এই মোবাইল না থাকায় কারোর যাতে কোনো অসুবিধা না হয় সেটার ও ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সব করোনা হাসপাতালে বেসিক ফোন এবং ইন্টারকমের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। হাসপাতালের সমস্ত কর্মীরা যোগাযোগের জন্য তা ব্যবহার করতে পারবেন। এমনকি প্রয়োজনে রোগীরাও বেসিক ফোন ব্যবহার করতে পারবেন। খুব দ্রুত এই নির্দেশিকা প্রয়োগ করা হবে বলে সূত্র মারফত জানা গেছে।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button