গোটা কলকাতা শহর জুড়ে যাচ্ছে উড়াল্পুলের মধ্যে দিয়ে। শুক্রবার তথা আজ বাংলার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করে সড়ক পরিকাঠামোয় এক গুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), যার মধ্যে উল্লেখ্যযোগ্য নতুন বেশ কয়েকটি উড়ালপুল তোইরি। আরও উল্লেখযোগ্য বাংলার সমস্ত গ্রামীণ রাস্তা যুক্ত হবে বাংলা সড়কের সাথে।’পথশ্রী’ প্রকল্পে গোটা বাংলায় নতুন করে ৪৬ হাজার কিমি নতুন রাস্তা তৈরি করা হবে। পরিকাঠামো খাতে এই সব একাধিক প্রকল্পে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গ্রামীণ সড়ক যোজনায় মোট ৫০০ কোটি টাকা বরাদ্দ কড়া হল বাংলার অন্তর্বর্তীকালীন বাজেটে। সমস্ত গ্রামীণ রাস্তা যুক্ত হবে বাংলার সড়কের সাথে। এইদিন বাজেট বক্তৃতায় এই কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কলকাতার এই প্রান্ত থেকে ওই প্রান্ত সংযোগের জন্য বেশ কিছু নতুন উড়ালপুল এবং স্কাইওয়াক তৈরি হবে আগামী দিনে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল-
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now- রুবি-কালিকাপুর স্কাইওয়াক
- মা উড়ালপুর-বালিগঞ্জ স্কাইওয়াক
- পার্কসার্কাস কানেক্টর স্কাইওয়াক
- মা উড়ালপুল-গুরুসদয় দত্ত রোড পর্যন্ত উড়ালপুল
- পাইকপাড়া-শিয়ালদহ উড়ালপুল
- টালা-ডানলপ ৬ লেনের উড়ালপুল
- এয়ারপোর্ট গেট-যশোর রোড-ভিআইপি রোড উড়ালপুল
- ইএম বাইপাস-নিউটাউন উড়ালপুল
- গড়িয়া-যাদবপুর উড়ালপুল
- উল্টোডাঙা-পোস্তা উড়ালপুল
- টালিগঞ্জ-যাদবপুর-মাঝেরহাট উড়ালপুল
- জীবননান্দ সেতু-টিপু সুলতান (আনোয়ার শাহ) উড়ালপুল
- সোনারপুর বানতলা রোড-সোনারপুর চক্রবেড়িয়া রোডের উপর উড়ালপুল
এছাড়া কলকাতা থেকে বাসন্তী সড়কপথে ১১৭ নং জাতীয় সড়কের উপর ৪ লেনের রাস্তা সংস্কারের কাজ হবে। কোচবিহারের রায়ডাক নদীর উপর ৯.৫ কিমি সেতু তৈরি হচ্ছে। শিলিগুড়ি-দার্জিলিং-মিরিক সংযোগকারী সেতু তৈরি হচ্ছে বালাসন নদীর উপর।