কলকাতা : ১০০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প পার্ক গঠনের মাধ্যমে মাধ্যমে এবার নিবিড় কর্ম সংস্থান গড়বে রাজ্য সরকার। ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরেই আজ এই কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ২০ একর জমিতে ন্যূনতম ২০টি উদ্যোগ গড়ে তুলতে আগ্রহী রাজ্য সরকার। বিভিন্ন ক্ষেত্রের শিল্প উদ্যোগকে গড়ে তোলাই হবে রাজ্য সরকারের উদ্দেশ্য। এর ফলে রাজ্যের মানুষরাও সুবিধা পাবে বলে মত সাধারন মানুষের।
এমনকি বিনামূল্যে পাওয়ার স্টেশনও তৈরি করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। জানানো হয়েছে এই পার্ক গুলিকে নতুন হারে ইনসেন্টিভ দেবে রাজ্য সরকার। আজ ইনসেন্টিভ নিয়ে রাজ্য ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১০০ একরের ঊর্ধ্বে ১০ কোটি টাকা ইনসেন্টিভ দেওয়া হবে,
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now৮০ একর থেকে ১০০ একর পর্যন্ত দেওয়া হবে ৮ কোটি টাকা, ৬০ একর থেকে ৭৯ একর পর্যন্ত দেওয়া হবে ৬ কোটি টাকা, ৪০ একর থেকে ৫৯ একর পর্যন্ত দেওয়া হবে ৪ কোটি টাকা এবং ২০ একর থেকে ৩৯ একর পর্যন্ত দেওয়া হবে ২ কোটি টাকা।