নিউজরাজ্য

রাজ্যে করোনা আক্রান্ত ৬১, সুস্থ হয়েছেন ১৩, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে: মমতা

Advertisement
Advertisement

সোমবার বিকেলে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য রেখেছেন। আজ তিনি রাজ্যে করোনাতে কত জন আক্রান্ত হয়েছেন সেটার হিসেবে দিয়েছেন। তিনি বলেছেন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬১। যার মধ্যে ৭ টি পরিবারের ৫৫ জন রয়েছেন। এদের মধ্যে ৩ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩ জন। এদের ভেন্টিলেটর ও লাগেনি।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী বলেছেন ওষুধের কোনও অভাব হবে না। চিকিৎসার নতুন দিশা খোঁজার চেষ্টা করছে রাজ্য। রাজ্যে এখনও ৮ লক্ষ ৯২ হাজার ৯০০ টি পিপিই আসা বাকি আছে বলে তিনি জানান। কেন্দ্র মাত্র ৩০০০ পিপিই পাঠিয়েছেন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আবার যে পরিমান মাস্ক চাওয়া হয়েছে কেন্দ্রের কাছ থেকে সেখানে মাত্র ১০ হাজার N95 মাস্ক দিয়েছে কেন্দ্র। রাজ্যে ৯৯ শতাংশ রোগীর বিদেশী যোগসূত্র ছিল বলে তিনি জানান। অন্যান্য মাস্ক ৭ লক্ষের বেশি চাওয়া হলেও এসেছে মাত্র ৭৮ হাজার।

Advertisement

রাজ্যের পুলিশের উপর ভরসা রাখতে বলেছেন। পুলিশের রক্তদান শিবির ও দমকলের কাজ নিয়েও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আবারও গুজবে কান দিতে বারণ করেছেন। কোনোরকম অসুস্থতা হলেই চিকিৎসকের কাছে যেতে বলেছেন। এছাড়া রাজ্যে ৫৪ হাজার ৮২৩ জন মানুষ হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সরকার সেফ হাউজ তৈরী করেছে ৫১১ টি। সরকারের পর্যবেক্ষণে রয়েছেন ৬ হাজার ৮৭৯ জন। এই হিসাবগুলিও মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বলেছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button