Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আমফান মোকাবিলায় খোলা হল রাজ্যের কন্ট্রোল রুম, জেনে নিন নম্বর

ঘূর্ণিঝড় আমফান খুব শীঘ্রই আছড়ে পড়বে বাংলায়। এই ঝড় সবকিছু লন্ডভন্ড করে দিতে পারে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, এই দুর্যোগে সরকারি সাহায্যের জন্য কন্ট্রোল রুম খোলা রয়েছে। রাজ্যের…

Avatar

ঘূর্ণিঝড় আমফান খুব শীঘ্রই আছড়ে পড়বে বাংলায়। এই ঝড় সবকিছু লন্ডভন্ড করে দিতে পারে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, এই দুর্যোগে সরকারি সাহায্যের জন্য কন্ট্রোল রুম খোলা রয়েছে। রাজ্যের কন্ট্রোল রুমের নম্বরগুলি হল- ২২১৪৩৫৩৬ এবং ২২১৪১৯৯৫। আর টোল ফ্রি নম্বর হল- ১০৭০।

মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, “কাল কেউ দুপুর ১২ টার পরে বাড়ি থেকে বেরোবেন না। কাল ২ টো থেকে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এই ঝড় চলবে কাল মধ্যরাত পর্যন্ত।” এছাড়া তিনি আরও বলেছেন যে প্রায় ৩ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। ইতিমধ্যেই সুন্দরবন-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঝড় আয়লার থেকেও ভয়ঙ্কর হবে বলে তিনি জানান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুখ্যমন্ত্রী এটাও বলেন যে পরিযায়ী শ্রমিকদের এই দুইদিন বাইরে থেকে আনা হবে না। অমিত শাহ-র সাথে কথা হয়েছে। তিনি সব রকম ব্যবস্থা করছেন। আজ তিনি সারারাত কন্ট্রোল রুমে থাকবেন বলে জানিয়েছেন। এদিকে আবহাওয়া দফতর বলছে যে আগামী ৬ ঘন্টায় এই সাইক্লোন আরও ভয়ঙ্কর আকার নিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে আছড়ে পড়তে পারে।

About Author