কলকাতা: অসুস্থ রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিবার সূত্রে খবর, গতকাল, শনিবার (Saturday) রাত থেকেই বুকে যন্ত্রণা হচ্ছিল মধ্য হাওড়ার (Central Howrah) বিধায়ক তথা হাওড়া সদর জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের। এদিন সকালে তাঁকে নিয়ে যাওয়া হয় উডল্যান্ডস হাসপাতালে (Woodland Hospital)। সেখানেই এখনও তিনি চিকিৎসাধীন।
বর্তমানে হাসপাতালের এমার্জেন্সিতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপরিবার সূত্রে জানা গিয়েছে, অরূপ রায়ের অনেকদিন থেকেই হাইপারটেনশন ও ডায়াবেটিস রয়েছে। তাই তাঁকে প্রতিনিয়তই সাবধানে থাকতে হয়। তবে সম্প্রতি প্রশাসনিক ও দলীয় কাজের বেশ চাপ রয়েছে তাঁর ওপর। সেসবের জেরেই হয়তো আচমকা অসুস্থ হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে।