Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বড় ঘোষণা স্টেট ব্যাংকের, এবার থেকে লোন নিলে আর দিতে হবে না কোন অতিরিক্ত চার্জ

ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকের জন্য নিয়ে এসেছে বড়ো উপহার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, এবার থেকে তারা হোম লোন এর উপরে আরোপিত বিভিন্ন চার্জ…

Avatar

ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকের জন্য নিয়ে এসেছে বড়ো উপহার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, এবার থেকে তারা হোম লোন এর উপরে আরোপিত বিভিন্ন চার্জ বাতিল করতে চলেছে। এখন থেকে গ্রাহকের অতিরিক্ত চার্জ আর দিতে হবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোম লোনের প্রসেসিং ফ্রি ৫০% থেকে ১০০% মুকুব করার ঘোষণা করেছে। ১ আগস্ট ২০২২ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত এই অফারটি বৈধ থাকবে। তবে এডভোকেট এবং ভ্যালুয়ার ফিয়ের ক্ষেত্রে কোনরকম পরিবর্তন আসবে না।

স্টেট ব্যাংকের অফিসের ওয়েবসাইট অনুসারে, স্টেট ব্যাংকের তরফ থেকে টেকওভার হোম লোন ব্যতীত সমস্ত ধরনের হোম এবং হোম লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি ৫০% মুকুব করার ঘোষণা করেছে। হোম লোন টেকওভার এবং সম্বন্ধিত টপ আপের জন্য প্রাথমিক প্রক্রিয়াকরণ ফি ১০০ শতাংশ মুকুব করে দিয়েছে ব্যাংক। এডভোকেট এবং ভ্যালুয়ার ফিয়ের ক্ষেত্রে প্রকৃত কোন পরিবর্তন নেই। গ্রাহকদের কাছ থেকে এটা আলাদাভাবে নেওয়া হবে এবং আলাদাভাবে চার্জ করা হবে। এসবিআই এর ওয়েবসাইটে কার্ড রেট অনুসারে, এর মৌলিক প্রক্রিয়াকরণ ফি হবে মোট ঋণের পরিমাণের ০.৩৫ শতাংশ। এর সাথে জিএসটি যুক্ত থাকবে। এই রাশির পরিমাণ নূন্যতম ২০০০ টাকা হবে এবং সর্বাধিক ১০ হাজার টাকা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনি যখন হোম লোন গ্রহণ করেন তখন বিভিন্ন ধরনের চার্জ প্রযোজ্য হতে পারে। এই চার্জ প্রত্যেক ঋণদাতার জন্য আলাদা আলাদা হতে পারে। এছাড়াও কয়েকজন ঋণদাতা আলাদাভাবে শুল্ক গ্রহণ করতে পারেন, আবার অনেকে এমন রয়েছে যারা ব্যক্তিগত ভাবে শুল্ক গ্রহণ করেন। এই সমস্ত শুল্কের মধ্যে রয়েছে লগইন শুল্ক, মূল্যায়ন শুল্ক, আইনি শুল্ক, ফ্র্যাংকিং শুল্ক, ইএমআই শুল্ক, নিয়ামক শুল্ক, পুনর্মূল্যায়ন শুল্ক, বীমা প্রিমিয়াম, নোটারি শুল্ক এবং নির্ণয় শুল্ক।

About Author