এসবিআই কার ঋণের ক্ষেত্রে এক বছরের এমসিএলআর জারি করে। বর্তমানে তা ৮ দশমিক ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। ব্যাংক যদি কোনো গ্রাহককে কার ঋণ দেয়, তাহলে ন্যূনতম ৮ দশমিক ৫৫ শতাংশ হারে সুদ আদায় করবে। বর্তমানে এসবিআইয়ের গাড়ি ঋণের পরিমাণ ৮.৮০ শতাংশ থেকে ৯.৭০ শতাংশ। উল্লেখ্য, এসবিআই-এর ঋণের সুদের হার গ্রাহকের সিআইবিআইএল স্কোর অনুযায়ী নির্ধারিত হয়।কার ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুলি কী কী? • গত ৬ মাসের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ • ২ টি পাসপোর্ট সাইজের ছবি • একটি আবাসিক সার্টিফিকেট প্রয়োজন হবে • বেতন স্লিপ সহ ফর্ম ১৬ • গত দুই বছরে আইটিআর রিটার্ন • পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ।Make your festive season more joyful by driving home your dream car with amazing Car Loan deals!#SBI #CarLoan #FestiveOffers pic.twitter.com/MEAmMEAZJx
— State Bank of India (@TheOfficialSBI) September 23, 2023
লোনের ওপর ব্যাপক ছাড় দিচ্ছে SBI, উৎসবের এই মরসুমেই আপনার স্বপ্ন হবে সত্যি
এসবিআই সময়ে সময়ে গ্রাহকদের অনেক সুবিধা প্রদান করে থাকে। এখন আপনিও যদি গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের একটি বিশেষ উপহার দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে…

আরও পড়ুন