Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Business Idea: ব্যবসার নতুন রাস্তা, কম পুঁজি দিয়ে এই ব্যবসা শুরু করুন, মাসে লাখ টাকা ইনকাম

কম পুঁজি, বড় রোজগার — আজকের ভারতে এই ধারণা আর শুধু স্বপ্ন নয়। ট্রান্সপোর্ট ব্যবসা শুরু করে এখন অনেকেই মাসে লাখ টাকা পর্যন্ত আয় করছেন। শহর হোক বা গ্রাম, যাত্রী…

Avatar

কম পুঁজি, বড় রোজগার — আজকের ভারতে এই ধারণা আর শুধু স্বপ্ন নয়। ট্রান্সপোর্ট ব্যবসা শুরু করে এখন অনেকেই মাসে লাখ টাকা পর্যন্ত আয় করছেন। শহর হোক বা গ্রাম, যাত্রী পরিবহন ও পণ্য সরবরাহের চাহিদা কখনও কমে না। ঠিক সেই সুযোগকেই কাজে লাগিয়ে বাড়ছে ছোটদের উদ্যোগ।

ট্যুরিজম, ই-কমার্স এবং ইন্টারসিটি ট্রাভেল — এই তিন খাত বর্তমানে পরিবহণ পরিষেবার সবচেয়ে বড় চালিকাশক্তি। মাত্র একটি গাড়ি বা বাইক নিয়ে শুরু করেও আজ ব্যবসা দাঁড় করানো যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কীভাবে শুরু করবেন ট্রান্সপোর্ট ব্যবসা?

একটি ই-রিকশা, অটো বা ছোট ট্রাক দিয়েই শুরু করা সম্ভব। ব্যয় মাত্র ১.৫ থেকে ৩ লক্ষ টাকার মধ্যে। মাসে গড়ে ২০,০০০ থেকে ৪০,০০০ টাকা রোজগার করা যায়।

যদি মিনিট্রাক বা স্কুলবাস কিনতে চান, সেখানে খরচ একটু বেশি — ৪ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত। তবে আয়ও বেশি, ৫০,০০০ থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত মাসে। আবার টেম্পো ট্রাভেলার বা বড় রেন্টাল গাড়ির ক্ষেত্রে আয় ২.৫ লক্ষ পর্যন্তও হতে পারে।

অ্যাপ-বেসড প্ল্যাটফর্মে যুক্ত হয়ে শুরু করুন

আজকের ডিজিটাল যুগে গাড়ি না থাকলেও অ্যাপ-ভিত্তিক প্ল্যাটফর্ম যেমন Ola, Uber-এর সঙ্গে যুক্ত হয়ে কাজ শুরু করা যায়। প্রয়োজন শুধু বৈধ ড্রাইভিং লাইসেন্স ও কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট।

এছাড়াও ই-কমার্স পরিষেবার মাধ্যমে কুরিয়ার ও লাস্ট-মাইল ডেলিভারি ক্ষেত্রেও রয়েছে বিশাল সম্ভাবনা। এই খাতে মুনাফার পরিমাণ সাধারণত ১০ থেকে ২০ শতাংশের মধ্যে।

ডিজিটাল ব্যবস্থাপনা বাড়াবে সফলতা

এখনকার সময় ট্রান্সপোর্ট ব্যবসার সফলতা অনেকটাই নির্ভর করছে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার উপর। ফ্লিট ম্যানেজমেন্ট সফটওয়্যার, ট্র্যাকিং অ্যাপ, বুকিং সিস্টেম এবং AI-ভিত্তিক অ্যানালিটিক্স ব্যবহার করে পরিষেবার মান অনেকটাই বাড়ানো যাচ্ছে।

প্রশ্নোত্তরে জেনে নিন বিস্তারিত

১. ট্রান্সপোর্ট ব্যবসা শুরু করতে সর্বনিম্ন কী পরিমাণ টাকা দরকার?
প্রাথমিকভাবে ₹১.৫ লক্ষ বিনিয়োগেই একটি ই-রিকশা বা অটো দিয়ে শুরু করা যায়।

২. সবচেয়ে বেশি আয় হয় কোন ধরনের গাড়ি ব্যবহার করে?
টেম্পো ট্রাভেলার এবং বড় রেন্টাল গাড়ি ব্যবহার করলে ১–২.৫ লক্ষ টাকা পর্যন্ত মাসিক আয় সম্ভব।

৩. কি কি কাগজপত্র লাগবে এই ব্যবসা শুরু করতে?
বৈধ ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ইনসিওরেন্স এবং পারমিট থাকা বাধ্যতামূলক।

৪. কি ধরনের পরিষেবার চাহিদা সবচেয়ে বেশি?
ট্যুরিজম, ই-কমার্স ডেলিভারি এবং স্কুল/অফিস পরিবহন সেক্টরের চাহিদা সর্বাধিক।

৫. প্রযুক্তি কীভাবে সাহায্য করে ব্যবসা চালাতে?
ফ্লিট ট্র্যাকিং, রিয়েল-টাইম বুকিং, কাস্টমার ফিডব্যাক ও অপারেশন অপ্টিমাইজেশনে AI/IoT বড় ভূমিকা নেয়।

ট্রান্সপোর্ট ব্যবসা এখন আর শুধু বড় কোম্পানির একচেটিয়া অধিকার নয়। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ব্যবহারে দক্ষতা এবং প্রয়োজনীয় পরিশ্রম থাকলে অল্প বিনিয়োগেই এই খাত থেকে নিশ্চিত লাভ করা সম্ভব।

About Author