Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

SIP Investment: মাত্র ৫০০০ টাকা দিয়েই শুরু করুন বিনিয়োগ, মিলবে কোটি টাকার রিটার্ন

ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগের (Investment) বিকল্প নেই। যারা কর্মজীবন শেষ হওয়ার পর অবসরের সময়ে নিশ্চিত জীবন কাটাতে চান তারা সময় থাকতেই বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করতে থাকেন। মূলত বেশিরভাগ মানুষ…

Avatar

By

ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিনিয়োগের (Investment) বিকল্প নেই। যারা কর্মজীবন শেষ হওয়ার পর অবসরের সময়ে নিশ্চিত জীবন কাটাতে চান তারা সময় থাকতেই বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করতে থাকেন। মূলত বেশিরভাগ মানুষ ঝুঁকি হীন বিনিয়োগের জন্য পোস্ট অফিসের বিভিন্ন স্কিম বা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট খুলে থাকেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড (Mutual Fund) যে খুবই লাভজনক তা স্বীকার করেন বিশেষজ্ঞরাই।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে অনেকে ইতস্তত করলেও মোটা রিটার্নের জন্য মিউচুয়াল ফান্ড খুবই লাভজনক। বর্তমান সময়ে মিউচুয়াল ফান্ড বেশ জনপ্রিয়তাও পেয়েছে বিনিয়োগকারীদের মাঝে। এখন অনেকেই বিনিয়োগ করছেন এসআইপিতে (SIP)। বিশেষজ্ঞদের মতে, এসআইপি এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে সামান্য বিনিয়োগ করলেও পাওয়া যায় মোটা অঙ্কের রিটার্ন। কেউ যদি ৫০০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করেন তাহলেও তার মোট টাকার পরিমাণ দাঁড়াবে কোটিতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কোনো ব্যক্তি যদি ৩০ বছর বয়সে প্রতি মাসে ৫০০০ টাকার এসআইপি করেন তাহলে হিসেব মতো তিনি আরো ৩০ বছর চাকরি করবেন। এই ৩০ বছর ধরে তিনি যদি টানা বিনিয়োগ করে যান তবে তার মোট টাকার পরিমাণ দাঁড়াবে ১৮ লক্ষ তে। গড় রিটার্ন ১২ শতাংশ ধরলে সুদ থেকে পাওয়া যাবে ১.৫৮ কোটি টাকা। আর সুদ এবং আসল মিলিয়ে মোট পাওয়া যাবে ১.৭৬ কোটি টাকা।

এসআইপিতে মাসিক, ত্রৈমাসিক বা ছয় মাসের হিসেবে বিনিয়োগ করা যায়। মাত্র ১০০ টাকা থেকেই বিনিয়োগ শুরু করা সম্ভব। দরকার মতো টাকা তুলে নেওয়া যায় বা এসআইপি বন্ধও করে দেওয়া যায়। বাজারের পতনের সময় এসআইপিতে বিনিয়োগ করলে আরও ইউনিট বরাদ্দ করা হয়। আর বাজার উঠলে ইউনিটের বরাদ্দ কমবে। বিনিয়োগের পরিমাণের উপর রিটার্নের পাশাপাশি রিটার্নেরও রিটার্ন পাওয়া যায় এসআইপিতে।

About Author