টলিউডবিনোদন

ভোটে দাঁড়িয়েছেন তারকা প্রার্থীরা, শিক্ষাগত যোগ্যতায় কে এগিয়ে?

×
Advertisement

2021 সালের ভোটে টলিটাউন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। টলিউডের অধিকাংশ তারকাই এবার ভোটে দাঁড়িয়েছেন। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার সময় সামনে এসেছে তাঁদের শিক্ষাগত যোগ্যতাও। শিক্ষার দিক থেকেও তাঁদের মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাৎ।

Advertisements
Advertisement

প্রথমেই রয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। রাজ প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক। টলিউডে আর্ট ডিরেক্টর হিসাবে কাজ শুরু করার পর ক্রমশ পরিচালনার দিকে এগিয়ে গিয়েছেন। সংযুক্ত মোর্চার তারকা প্রার্থী দেবদূত ঘোষ (Debdut ghosh)। দেবদূত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে স্নাতকোত্তর। কাঞ্চন মল্লিক (kanchan mullick) উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী। শৈশব থেকে অর্থাভাবে বড় হওয়া কাঞ্চন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের স্নাতক।

Advertisements

মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া (jun malya)-এর শিক্ষাগত যোগ্যতা সিবিএসই। এরপর তাঁর বিয়ে হয়ে যায়। চন্ডীতলার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত (yash Dasgupta)-র শিক্ষাগত যোগ্যতাও সিবিএসই। ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) হাওড়ার নরসিংহ দত্ত কলেজ থেকে স্নাতক। বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee) মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় পাশ করার পর বাড়ি থেকে পালিয়ে উঠতি পরিচালক রাজীব বিশ্বাস (Rajib Biswas)-কে বিয়ে করেছিলেন। বিয়ের পর মাধ্যমিক পাশ করে আর পড়াশোনার দিকে যাননি শ্রাবন্তী।

Advertisements
Advertisement

থিয়েটার ব্যক্তিত্ব পাপিয়া অধিকারী (papia adhikari) উলুবেড়িয়া দক্ষিণে বিজেপির তারকা প্রার্থী। পাপিয়া যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে স্নাতকোত্তর। বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার (payel sarkar) যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক।

Related Articles

Back to top button