Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কবে থেকে শুরু হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া? চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বড় ঘোষণা এসএসসি চেয়ারম্যানের

রাজ্যে শিক্ষক নিয়োগে এবারে বড় সুখবর পেতে চলেছেন এসএসসি চাকরি প্রার্থীরা। পুজোর আগেই তারা পেতে চলেছেন নিয়োগপত্র। শারীরিক শিক্ষা এবং কর্ম শিক্ষার শিক্ষক নিয়োগের আশ্বাস পেয়েছেন চাকরির প্রার্থীরা। আজ একটি…

Avatar

রাজ্যে শিক্ষক নিয়োগে এবারে বড় সুখবর পেতে চলেছেন এসএসসি চাকরি প্রার্থীরা। পুজোর আগেই তারা পেতে চলেছেন নিয়োগপত্র। শারীরিক শিক্ষা এবং কর্ম শিক্ষার শিক্ষক নিয়োগের আশ্বাস পেয়েছেন চাকরির প্রার্থীরা। আজ একটি প্রেস বিবৃতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে শারীরশিক্ষা এবং কর্ম শিক্ষার শিক্ষক নিয়োগ করা হবে।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগের জন্য গত মে মাসে ১৬০০টি আসন তৈরি করা হয়েছিল। তারপরেও নিয়োগ না হওয়ার কারণে চাকরিপ্রার্থীরা যোগাযোগ করেছিলেন সরাসরি এসএসসি দপ্তরের সঙ্গে। চেয়ারম্যানের তরফ থেকে আজ ওই সকল পরীক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং তারপরেই এল এই অফিসিয়াল নির্দেশিকা। কাউন্সেলিং এর নোটিস ইস্যু করে খুব শীঘ্রই নিয়োগ করা হবে বলে দাবি করেছেন এসএসসি চেয়ারম্যান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রতিনিধি দলের বক্তব্য, এসএসসি চেয়ারম্যান তাদের জানিয়েছেন, অতি শীঘ্রই সার্ভার রুমের কাজ শুরু করতে পারবেন তারা। তারপর এই এসএসসির তরফ থেকে এই সকল চাকরিপ্রার্থীদের নিয়োগের বিষয়টি নিয়ে কাজ শুরু করা হবে। পুজোর আগেই তাদের হাতে নিয়োগপত্র পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন এসএসসি চেয়ারম্যান। শুধু শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার প্রতিনিধি দল নয়, আপার প্রাইমারির পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গেও এই একই বিষয় নিয়ে বৈঠক করেছেন এসএসসি চেয়ারম্যান।

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ আট বছর অতিক্রান্ত হয়ে গেলেও উচ্চ প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু করতে পারেনি এসএসসি কর্তৃপক্ষ। এই অবস্থায় আবারও আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে আরো একবার পথে নামতে চলেছেন তারা। ৪ আগস্ট কলকাতা অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে সংগঠনের সহ-সভাপতি সুশান্ত ঘোষ বলছেন, ‘ পুজো অবধি অপেক্ষা করতে হবে না ৩১ আগস্টের মধ্যেই সম্পূর্ণ করা হবে এ নিয়োগ প্রক্রিয়া।’

About Author