Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Harbhajan Singh: মাঝ মাঠে শ্রীশান্তকে চড়, ১৪ বছর পর আফসোস হরভজন সিংয়ের

কে কবে ভেবেছিল জনসম্মুখে শ্রীশান্তের কাছে ক্ষমা চেয়ে নেবেন হরভজন সিং? হ্যাঁ, ঠিক এমনটাই করেছেন ভারতীয় এই তারকা স্পিনার। প্রায় ১৪ বছর আগে করা ছোট্ট ভুলে আজ অনুশোচনা করবেন, কে…

Avatar

কে কবে ভেবেছিল জনসম্মুখে শ্রীশান্তের কাছে ক্ষমা চেয়ে নেবেন হরভজন সিং? হ্যাঁ, ঠিক এমনটাই করেছেন ভারতীয় এই তারকা স্পিনার। প্রায় ১৪ বছর আগে করা ছোট্ট ভুলে আজ অনুশোচনা করবেন, কে জানত সে কথা?

আপনাদের জানিয়ে রাখি, ভারতের তারকা স্পিনার হরভজন সিং ২০০৮ সালে তখন মুম্বাইয়ের জার্সিতে ২২ গজে দাপিয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে, শ্রীশান্ত তখন পাঞ্জাবে। দুই দলের খেলা চলাকালীন সময়ে হরভজন সিং এবং শ্রীশান্তের মধ্যে কথা কাটাকাটি হয় ২২ গজের মহারণে। শেষ পর্যন্ত কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছায় যে জনসম্মুখে শ্রীশান্তকে থাপ্পর বসিয়ে দেন হরভজন সিং। দেখতে না দেখতেই খবর ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Harbhajan Singh: মাঝ মাঠে শ্রীশান্তকে চড়, ১৪ বছর পর আফসোস হরভজন সিংয়ের

উক্ত ঘটনার পর আইপিএলের পুরো মরশুম থেকে নির্বাসিত হন হরভজন সিং। এরপর থেকে বছরের পর বছর কেটে গেলেও বিষয়টি আজও ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার অন্যতম বিষয়বস্তু হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক কী ঘটেছিল ওই দিন যাতে হরভজন সিং চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন? সে কথা জানা না গেলেও এবার নিজের ভুল স্বীকার করে নিলেন হরভজন সিং।

ভারতের তারকা স্পিনার তথা ভারতের সফল ধারাভাষ্যকার হরভজন সিং এদিন অনুশোচনা করে বলেন, “মাঠের মধ্যে শ্রীশান্তের সাথে এমন আচরন করা আমার ঠিক হয়নি। বিষয়টি নিয়ে আমি অনুতপ্ত।” বলতে গেলে একরকম শ্রীশান্তের কাছে ক্ষমা চেয়ে নিলেন ভারতের তারকা ক্রিকেটার। আর এর পরেই পুরনো ক্ষত আবারও সোশ্যাল মিডিয়ায় জোর কদমে আলোচ্য বিষয় হয়ে দাঁড়ালো।

About Author